Singer Passed Away: শেষরক্ষা হল না, প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী...

Singer Passed away: সংগীত জগতের সঙ্গে তাঁর যোগ ছিল অনেকদিনের। ১৯৬৪ সালে তিনি বেতার শিল্পী হিসেবে যুক্ত হন তারপর একাধিক গান গেয়েছেন এবং মানুষের মন জয় করেছেন তিনি। ১৯৬৮ সালে তার গান সাগরের তীর থেকে তিনি প্রত্যেক মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন।

Singer Passed away: সংগীত জগতের সঙ্গে তাঁর যোগ ছিল অনেকদিনের। ১৯৬৪ সালে তিনি বেতার শিল্পী হিসেবে যুক্ত হন তারপর একাধিক গান গেয়েছেন এবং মানুষের মন জয় করেছেন তিনি। ১৯৬৮ সালে তার গান সাগরের তীর থেকে তিনি প্রত্যেক মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Bangladeshi popular singer zeenat rehana passed away

প্রয়াত শিল্পী...

আরেক নক্ষত্রের জীবনাবসান। তিনি তাঁর গান দিয়েই সকলের মধ্যে জায়গা করে নিয়েছিলেন। আজ সকাল সাড়ে আটটার দিকে প্রয়াত এই তারকা। বাংলাদেশের সঙ্গীত মহলের জনপ্রিয় শিল্পী পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। প্রয়াত পদ্মাপাড়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জিনাত রেহানা। চিকিৎসাধীন ছিলেন, কিন্তু শেষরক্ষা হল না।

Advertisment

বুধবার সকালবেলায় রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন রোগে ভুগছিলেন তিনি। সাগরের তীরে গান দিয়েই জনপ্রিয়তা পেয়েছিলেন এই শিল্পী। তাঁর পারিবারিক তরফেই নিশ্চিত করা হয়েছে তাঁর মৃত্যুর খবর। এই গুণী সংগীতশিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার পরিবার। সংবাদমাধ্যমে তারাই জানিয়েছেন যে তিনি পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। দীর্ঘ দিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন এবং চিকিৎসা চলছিল তার। শিল্পীর স্বামী ছিলেন দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব মুস্তফা কামাল সৈয়দ। জ্যোতি নিয়ে এর আগেই মারা গিয়েছেন।

Kajol: উল্টে পড়েই স্মৃতি হারান কাজল, জ্ঞান ফিরিয়েও লাভ হল না! ভয়ঙ্কর কাণ্ড ফ্লোরে...

বাংলাদেশের সংগীত জগতের সঙ্গে তাঁর যোগ ছিল অনেকদিনের। ১৯৬৪ সালে তিনি বেতার শিল্পী হিসেবে যুক্ত হন তারপর একাধিক গান গেয়েছেন এবং মানুষের মন জয় করেছেন তিনি। ১৯৬৮ সালে তার গান সাগরের তীর থেকে তিনি প্রত্যেক মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। এরপরেই তো জনপ্রিয়তা এবং পরিচিতি শীর্ষ গগনে উঠতে থাকে। ১৯৬৫ সাল থেকে টেলিভিশন সঙ্গীতশিল্পী হিসেবে যাত্রা শুরু করেছিলেন। আধুনিক থেকে আধ্যাত্মিক, সমস্ত ক্ষেত্রেই তিনি তার প্রতিভার পরিচয় রেখে গেছেন।

Advertisment

বাংলাদেশের এই শিল্পী, আধুনিক গানকে এক অন্য রূপ দিয়েছিলেন। তার বেশকিছু গানের মধ্যে কন্ঠ বীণা, মনে রেখো, ইত্যাদি উল্লেখযোগ্য। পদ্মাপাড়েই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। পারিবারিক সূত্রের খবর, আজ যোহরের নামাজ শেষে গুলশানের আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে, এবং এরপর বনানী কবরস্থানে তাঁকে কবর দেওয়া হবে।

Bengali Singer Death singer