Advertisment
Presenting Partner
Desktop GIF

তৃতীয় বিয়ে ও গার্হস্থ্য হিংসা, ফের অভিযোগের তীর নোবেলের দিকে

কিছুদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অশালিন পোস্টকে ঘিরে উত্তাল হয়ে উঠেছিল নেট দুনিয়া। এবার নিশানায় তাঁর তৃতীয় বিয়ে এবং মা-বোন ও স্ত্রী-র উপর অত্যাচার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

যদিও অভিযোগ অস্বীকার করেছেন নোবেল। ফোটো- নোবেলের ফেসবুক পেজ

বিতর্ক যেন ছায়াসঙ্গী বাংলা দেশের গায়ক মইনুল হাসান নোবেলের। কখনও সোশাল মিডিয়ায় কুরুচিপূর্ণ মন্তব্য আবার কখনও তাঁর ব্যক্তিগত জীবনে একাধিক প্রেম ও মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার- বারবার অভিযোগের আঙুল উঠেছে নোবেলের দিকে। কিছুদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীকে নিয়ে অশালীন পোস্টকে ঘিরে উত্তাল হয়ে উঠেছিল নেট দুনিয়া। এবার নিশানায় তাঁর তৃতীয় বিয়ে এবং মা-বোন ও স্ত্রী-র উপর অত্যাচার।

Advertisment

বাংলাদেশের একাধিক সংবাদপত্রের খবর অনুযায়ী, সাতমাস আগে গোপনে বিয়ে করেন নোবেল ম্যান। ২০১৯ সালে রীতিমতো মোটা পণের বিনিময়ে বিয়ে করেন সালসাবিল মাহমুদকে। তাদের বিয়ের বৈধ কাগজপত্রও ভাইরাল সোশাল মিডিয়ায়। এতদূর হলে ঠিক ছিল, কিন্তু তাঁর বিরুদ্ধে অভিযোগ নিজের মা-বোন এবং স্ত্রী-কে শারীরিক নির্যাতন করেন গায়ক। এই খবর চাউর হওয়া মাত্রই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনদের একাংশ।

আরও পড়ুন, বিপর্যস্ত যাদবপুর-গড়িয়ায় ছন্দ ফেরাতে কর্মীদের পাশে সাংসদ মিমি, খাবার তুলে দিলেন হাতে

যদিও নিজের তৃতীয় বিয়ের খবর অস্বীকার করেছেন নোবেল। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোকে দেওয়া সাক্ষাতকারে গায়ক বলেন, ''পুরোটাই মিথ্যা। আমার সঙ্গে এর আগে কোনো মেয়ের বিয়ে হয়নি। তবে আমার সঙ্গে অনেক মেয়ের রিলেশন ছিল। এত মেয়ের রিলেশন ছিল যে গুনে শেষ করা যাবে না। আর বয়সের কারণে এটা হয়ই। বিয়ের আগে সবার জীবনে এমন প্রেম থাকেই। কারোর কম, কারোর বেশি। আমার একটু বেশিই ছিল। এ অবস্থায় এখন যদি বলা হয় এটি আমার তৃতীয় বিয়ে, এটি ঠিক না। তৃতীয় বিয়ের খবরটি গুজব, বিভ্রান্তিকর।''

বর্তমানে, স্ত্রী ও পরিবারের সঙ্গে ঢাকা নিকেতনের একটি ফ্ল্যাটে থাকেন নোবেল। প্রসঙ্গত, কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে অশালীন পোস্ট করেন নোবেল, এমনই অভিযোগ। নোবেলের বিভ্রান্তিমূলক পোস্টে বাংলাদেশের সাইবার ক্রাইমের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম আগেই সতর্ক করেছিলেন গায়ককে। কিন্তু তাতেও কোনও ফল না হওয়ায় র‍্যাব ২-এর অতিরিক্ত পুলিশ সুপার মনির জামান ডেকে পাঠান নোবেলকে। তারপরেই ক্ষমা প্রার্থনা করে ফের সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন গায়ক।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Advertisment