Advertisment
Presenting Partner
Desktop GIF

Banglar Jatiyo Gorbo: এতদিনে যেন প্রাপ্য সম্মান, বাংলার জাতীয় পুরস্কার বিজয়ীদের সম্মান জানাবে 'বাংলার জাতীয় গর্ব'

National award winner: বাংলা থেকে বহু তারকা পেয়েছেন জাতীয় পুরস্কার। এবার একই মঞ্চে তাদের সম্মানিত করার উদ্যোগ নিয়েছেন সঙ্গীতা সিনহা...

author-image
Anurupa Chakraborty
New Update
banglar jatiyo gorbo, kaushik ganguly, churni ganguly, mithun chakraborty

National award Winners- যেন এক অনন্য সন্ধ্যা, থাকবেন তারকাদের অনেকেই। ছবি-নিজস্ব

National award Winners: বাংলা থেকে জাতীয় পুরস্কার পেয়েছেন অনেকেই। কিন্তু, আজ পর্যন্ত তাঁদের সম্মাননা তো দূর, ফুলের তোড়া পর্যন্ত দেওয়া হয়নি। এবার, সেই ঘটনাই ঘটতে চলেছে ঠিক শীতের শেষে। এই বাংলায় প্রতিভার অন্ত নেই।

Advertisment

আর, তারা এবার পেয়ে চলেছেন এক বিরাট সম্মাননা। বাংলার জাতীয় গর্ব অনুষ্ঠানের মাধ্যমেই আজ পর্যন্ত বাংলা থেকে যারা জাতীয় পুরস্কার পেয়েছেন তাদের সম্মান জানানো হবে। সেই তালিকার সংখ্যা বিরাট। মিঠুন চক্রবর্তী ( Mithun Chakraborty ) থেকে কৌশিক গাঙ্গুলি ( Kaushik Ganguly ), সুদীপ্তা চক্রবর্তী ( Sudipta Chakraborty ) থেকে চূর্ণী গাঙ্গুলি এমনকি রামকমল মুখোপাধ্যায় ( Ramkamal Mukherjee ), রূপা গঙ্গোপাধ্যায় ( Rupa Ganguly )। অথবা সঙ্গীত জগতে ইমন চক্রবর্তী ( Iman Chakraborty ), কবীর সুমন ( Kabir Suman ) কে নেই?

আরও পড়ুন - Rupam Islam : ‘মানুষ শুনবে বলে তো গাই না…’, রাগের চোটে গিটার ভেঙে ফেলেন রূপম!

আগামী ২৬ ফেব্রুয়ারি হতে চলেছে এই অনুষ্ঠান। শহরের পাঁচতারা হোটেলে হাজির থাকবেন সকল জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী এবং তারকারা। এছাড়াও থাকবেন বাকি টলিউডের অনেকেই। প্রসঙ্গে কী বলছেন বাংলার জাতীয় পুরস্কার বিজয়ীরা?

সদ্যই জাতীয় পুরস্কার পেয়েছেন পরিচালক তথা বাংলার ছেলে রামকমল মুখোপাধ্যায়। 'দুয়া' ছবির জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। বললেন, "এটা এমন একটা বিষয় যার মাধ্যমে প্রতিভার পরিচয় মিলবে। আমরা ভারতীয় হিসেবে গর্বিত জাতীয় পুরস্কার পেয়ে। আর তারপর, যদি নিজের রাজ্য থেকে একটা সম্মান আমার পাই, সেটা আলাদাই আনন্দ। নস্টালজিয়া কাজ করে। এই বিষয়গুলো রাজ্যস্তরের প্রতিভাদের আরও অনুপ্রাণিত করে।"

আরও পড়ুন - Thalapathy Vijay: MGR-কমল হাসানের পথেই হাঁটলেন বিজয়, নিজের দল গড়লেন তামিল সুপারস্টার

এ প্রসঙ্গে গর্বিত আরেক জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ও। "যারা, এতদিন ধরে জাতীয় পুরস্কার পেয়েছেন তাঁদের একসঙ্গে জড়ো করা এটা দারুণ উদ্যোগ। আমি তো ভুলেই গিয়েছিলাম যে জাতীয় পুরস্কার পেয়েছিলাম। এতবছর আগের একটা ঘটনা আমায় আবার মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। নিজের রাজ্যে যখন একজন জাতীয় পুরস্কার বিজেতা আসেন, তাঁকে সম্মান দেওয়াটা বিরাট ব্যাপার।"

অনুষ্ঠানের আয়োজন করছেন সঙ্গীতা সিনহা। এতবছর পর কেন এই উদ্যোগ? তিনি বলছেন..."আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি"- কবিগুরুর লেখা এই গান প্রত্যেকটি বাঙালির নিজের মনের কথা। বাংলা আসলে আমাদের বড় অভিমানের জায়গা। কত প্রবাসী বাঙালি যারা বাইরের দেশে থাকেন, কিন্তু নিজেদের মধ্যে কোথাও ঠিক বাঁচিয়ে রেখেছেন একটা বাংলাকে। এমনই মায়া এই বাংলার মাটির। আর আমাদের এই প্রিয় বাংলাকে যারা শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বের মাঝে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন, তাদের আমরা কুর্নিশ জানাই। সেইসব মানুষ যারা নিজেদের প্রতিভা এবং নিরলস পরিশ্রমের দ্বারা বিভিন্ন ক্ষেত্রে বাংলাকে নক্ষত্রের মতন উজ্জল করে তুলেছেন সারা পৃথিবীর আকাশে, তারা প্রত্যেকটি বাঙালির গর্ব। তারা আমাদের জাতীয় গর্ব। বাঙালি হিসাবে আমরা যেন তাদের এই অবদানের প্রাপ্য সম্মান তাদের দিতে পারি। প্রত্যেকটি বাঙালির মনে যেন তাদের নাম চিরস্মরণীয় হয়ে থাকে এই আমাদের উদ্দেশ্য।

tollywood mithun chakraborty Entertainment News Iman Chakraborty Kaushik Ganguly Churni Ganguly
Advertisment