মাদারের বায়োপিকের শুটিংয়ে কলকাতায় বনিতা সান্ধু, করোনা আক্রান্ত হয়ে ভর্তি বেলেঘাটা আইডিতে

সদ্য ব্রিটেন থেকে ফেরায় অভিনেত্রীর শরীরে করোনার নয়া স্ট্রেন রয়েছে কি না, তা পরীক্ষানিরীক্ষা করা হবে।

সদ্য ব্রিটেন থেকে ফেরায় অভিনেত্রীর শরীরে করোনার নয়া স্ট্রেন রয়েছে কি না, তা পরীক্ষানিরীক্ষা করা হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
banita-Sandhu

দিন কয়েক আগেই শোনা গিয়েছিল যে,পূর্ণাঙ্গ দৈর্ঘ্যের হলিউড ছবির শুটিং এবার কলকাতায় হতে চলেছে। মাদার টেরেসার বায়োপিক- ‘কবিতা অ্যান্ড টেরেসা’ (Kavita & Teresa)। যাঁর অন্যতম মূল চরিত্রে অভিনয় করছেন সুজিত সরকার পরিচালিত 'অক্টোবর' খ্যাত অভিনেত্রী বনিতা সান্ধু (Banita Sandhu)। আর কলকাতায় সেই সিনেমার শুটিং করতে এসেই বিপাকে পড়লেন অভিনেত্রী। বনিতার শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। সূত্রের খবর, করোনায় আক্রান্ত অভিনেত্রী আপাতত বেলেঘাটা আইডিতে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisment

‘কবিতা অ্যান্ড টেরেসা’র জন্য গত ৩০ ডিসেম্বর ব্রিটেন থেকে কলকাতায় আসেন বনিতা সান্ধু। শহরে শুটিংও শুরু হয়েছিল। কিন্তু তার মাঝেই অভিনেত্রীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। সূত্রের খবর, করোনায় আক্রান্ত বনিতার কোনওরকম শারীরিক অসুস্থতা নেই। আপাতত তিনি সুস্থই রয়েছেন। যেহেতু সদ্য ব্রিটেন থেকে ফিরেছেন, তাই তাঁর শরীরে করোনার নয়া স্ট্রেন রয়েছে কি না, তা পরীক্ষানিরীক্ষা করা হবে। প্রসঙ্গত, বিদেশ থেকে ফেরার পর বনিতার সহযাত্রীও ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন।

প্রসঙ্গত, এই প্রথমবার কোনও হলিউড ছবির সিংহভাগের শুটিং কলকাতায় হওয়ার কথা ছিল। কারণ, মাদার তাঁর জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কাটিয়েছেন এই শহরে। কাজেই তাঁর বায়োপিকের শুটিংয়ের লোকেশন তালিকায় কলকাতার নাম যে থাকবেই, তা বলাই বাহুল্য।

পশ্চিমী দেশের রুপোলি পর্দায় ফুটে উঠতে চলেছে মাদার টেরেসার (Mother Teresa) জীবনকাহিনি। তাঁর জীবনের চড়াই উতরাই, টানা পোড়েন, সবটাই থাকছে এই ছবিতে। পরিচালকের আসনে কমল মুসাল। যিনি কিনা এর আগেও বেশ কিছু ছবির জন্য আন্তর্জাতিক মহলে সমাদৃত হয়েছেন। মাদারের ভূমিকায় দেখা যাবে জ্যাকলিন ফ্রিতসাচি করনাজকে। রয়েছেন বলিউড অভিনেত্রী দীপ্তি নাভালও। যদিও বনিতার শারীরিক পরিস্থিতি নিয়ে এখনও অফিশিয়ালি কোনওরকম মন্তব্য করা হয়নি নির্মাতাদের তরফে।

Banita Sandhu