হাসপাতালে চিকিৎসাধীন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার নন্দীগ্রামে (Nandigram) ভোট প্রচারে (West Bengal Assembly Election 2021) গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছেন। বাঁ পায়ে প্লাস্টার। বৃহস্পতিবার অভিভাবক ‘প্রিয় দিদি’কে এমন অবস্থায় দেখে কেঁদে ফেলেন যাদবপুরের তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। ওদিকে দলনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে মন্দিরে গিয়ে পুজো দিলেন তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)।
বাঁকুড়া (Bankura) বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2021) কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দিতা করছেন সায়ন্তিকা। বৃহস্পতিবারই নিজস্ব কেন্দ্রের মা-বোনেদের নিয়ে এক্তেশ্বর ধামে গিয়েছিলেন অভিনেত্রী। উপোস করে সেখানেই মুখ্যমন্ত্রীর নামে পুজো দিয়েছেন। ফেসবুকে সেই ছবি শেয়ার করে লিখেছেন, "মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় বাঁকুড়ার মা-বোনেদের নিয়ে এক্তেশ্বর ধামে পূজা নিবেদন…।"
মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথাও বলেন। অন্যদিকে টলিউড তারকাকে দেখতে ভীড় জমে যায় এক্তেশ্বর ধাম চত্বরের বাইরেও। কাউকে নিরাশ করেননি অভিনেত্রী। কচি-কাঁচাদের যেমন আদর করেছেন, তেমনই মন্দির চত্বরের ব্য়বসায়ীদের সঙ্গেও কথোপকথন হয় তাঁর। দিন কয়েকের মধ্যেই যেন একেবারে বাঁকুড়ার ঘরের মেয়ে হয়ে উঠেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, শুক্রবারের মেডিক্যাল বুলেটিন রিপোর্ট অনুযায়ী, আগের থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক আবস্থার সামান্য উন্নতি হয়েছে। মাথা, ঘাড় ও পায়ের ব্যথাও আগের তুলনায় কমেছে। চিকিৎসাতেও বেশ সাড়া দিচ্ছেন তিনি। হাসপাতাল থেকে কবে ছুটি পান দলনেত্রী, এখন তার অপেক্ষাতেই রাজ্যের শাসক দল। কারণ, শিয়েরই বিধানসভা নির্বাচন।
উল্লেখ্য, বুধবার রাত থেকেই এসএসকেএম (SSKM Hospital) চত্বরে উপচে পড়েছে ভীড়। সঙ্গে গগনভেদী চিৎকারে স্লোগান- “মমতা ব্যানার্জি জিন্দাবাদ।” রাজ্যের মানুষের মনে মমতার বাস কতটা, ঠাহর করা গিয়েছিল উত্তাল জনতার সেই ভীড় দেখেই। তৃণমূলের তারকা সদস্যরা তাঁর আরোগ্য কামনা করে বার্তাও পাঠিয়েছেন।