Advertisment
Presenting Partner
Desktop GIF

Bappi Lahiri Death: বৃহস্পতিবার সকালে বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য, জানাল পরিবার

মঙ্গলবার রাতে আচমকাই ইহজগৎ ছেড়ে সুরলোকে পাড়ি দেন বাপ্পি লাহিড়ী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Bappi Lahiri passes away, Bappi Lahiri Dies, Bappi Lahiri Death news, Singer-composer Bappi lahiri death, প্রয়াত বাপ্পি লাহিড়ী, বাপ্পি লাহিড়ী মারা গেছেন, মারা গেলেন বাপ্পি লাহিড়ী, বাংলা খবর, Bengali news, bangla news, entertainment news

রবীন্দ্র সদনে বাপ্পি লাহিড়ীকে শ্রদ্ধার্ঘ্য। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

সুরের আকাশে ফের নক্ষত্রপতন। প্রয়াত গায়ক-সুরকার বাপ্পি লাহিড়ী। মঙ্গলবার রাতে মুম্বইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৬৯। ভারতীয় চলচ্চিত্র জগতে তাঁর অবদান উল্লেখযোগ্য। বাংলা এবং হিন্দিতে বহু গান গেয়েছেন এবং সুর দিয়েছেন তিনি। বহু হিট ছবির সঙ্গীতকার ছিলেন তিনি। কিন্তু তাঁর সঙ্গীত থামল মঙ্গলবার রাতে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, হাসপাতালের চিকিৎসকরা তাঁর মৃত্যু নিশ্চিত করেছেন।

Advertisment

একুশ সালের মাঝামাঝি রটে গিয়েছিল বাপ্পি লাহিড়ী কথা বলতে পারছেন না। সম্ভবত আর কোনওদিন গান গাইতে পারবেন না। সেই জল্পনা নিয়ে বেজায় কষ্ট পেয়েছিলেন বাপ্পিদা। নিজে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে নস্যাৎ করে দিয়েছিলেন সেই জল্পনা। তবে ১ বছর ধরেই ওএসএ- অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় ভুগছিলেন তিনি। ফুসফুসেও সংক্রমণ ছড়িয়েছিল, যার জেরে বেজায় অসুস্থ হয়ে পড়েছিলেন।

মঙ্গলবার রাতে আচমকাই ইহজগৎ ছেড়ে সুরলোকে পাড়ি দেন বাপ্পি লাহিড়ী। তার মাত্র কয়েক ঘণ্টা আগে বাংলার সঙ্গীতজগতে মাতৃবিয়োগ ঘটেছে। প্রয়াত হয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। পর পর এই ধাক্কা সামলে নিতে পারছে না সঙ্গীতদুনিয়া। ডিস্কো কিং-এর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন তাঁর অগণিত অনুরাগী, দেশের বিনোদুনিয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমিত শাহ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

২৯ দিন ধরে মুম্বইয়ের জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন বাপ্পি লাহিড়ী। সুস্থ হয়ে সদ্য ১৪ ফেব্রুয়ারি বাড়ি ফিরেছিলেন। কিন্তু পরদিন থেকেই ফের শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের ডিস্কো কিং।

bollywood Entertainment News Bappi Lahiri Bappi Lahiri Death Disco King
Advertisment