বসন্তের উদযাপন, মাটির গানে গলা মেলালেন অনন্যা-বরেণ্য

নতুন গানে অভিনয় করে কেমন লাগছে আরিয়ানের?

নতুন গানে অভিনয় করে কেমন লাগছে আরিয়ানের?

author-image
Anurupa Chakraborty
New Update
tollywood news, tolly music world, music bengali, bengali music

বসন্তের নতুন গান...

ফাল্গুন মানেই প্রেম, ফাল্গুন মানেই বসন্তের রং - চারপাশে তখন প্রেমের রংও বটে। আর এই প্রেমের রং কিন্তু আরও ফুটে ওঠে যখন তাতে সুর আর ছন্দ যোগ হয়। বসন্ত উপলক্ষে নতুন গান হবে না এও আবার হয় নাকি? আর সেই গান যদি হয় মাটির গান?

Advertisment

বসন্তের রঙিন আঙিনায় লোকগীতি... আর কি চাই? এমনই এক উপহার এনেছেন বরেণ্য সাহা এবং অনন্যা খ্যাদা বন্দোপাধ্যায়। ঋতুরাজ বসন্তকে উদযাপন করার এক অপূর্ব সুন্দর গান নিয়ে হাজির হয়েছেন তারা। মাটির এই গান মানুষদের যেমন এক অনন্য অনুভূতি দেবে তেমনই তারা নেচে উঠবে বলেই দাবি করেছেন আয়োজকরা। গানটির নাম একখান পান চাইলাম। কথা এবং সুর দিয়েছেন পণ্ডিত রামকানাই দাস।

আরও পড়ুন < আকাশছোঁয়া দাম, তাও টিকিট বিকোচ্ছে ঝড়ের গতিতে! বাঁধা পেরিয়ে শিলিগুড়িতে কনসার্ট অরিজিতের >

Advertisment

বহুদিন ধরেই বরেণ্যর ইচ্ছে ছিল নিজের সোলো অ্যালবামে কাজ করবেন। দীর্ঘদিন পর, সেই সুযোগ হাতে পেয়েছেন, তাই তো এবার সুযোগ পেতেই লেগে পড়লেন। লোকগীতি যেহেতু তাই, বরেণ্য জানান - অনন্যা ছাড়া এই গান ভাল কেউ গাইতে পারত না। গোটা টিম খুব উত্তেজিত এবং উৎসাহিত ছিল সম্পূর্ন গানটা নিয়ে। গানটিতে অভিনয় করেছেন আরিয়ান এবং রিম্পা। দুজনের কেমন লেগেছে কাজ করে?

আরিয়ান জানান, এই গানটি তাঁর প্লে লিস্টের একদম উপরে থাকবে। বর্তমানে এটা তার সবথেকে প্রিয় গান। এই গানটা তাঁর মনকে দোলা দিয়ে যায়। অন্যদিকে রিম্পা বলছেন, বরেণ্য এবং অনন্যা এত সুন্দর গানটাকে বেঁধেছে যে শোনামাত্রই নেচে উঠতে ইচ্ছে করছে।

tollywood Entertainment News