Barkha Bisht-Karan Singh Grover: বিপাশার স্বামী করণের সঙ্গে প্রেম ইন্দ্রনীলের প্রাক্তন স্ত্রীর, বরখা বললেন...

Barkha-Karan Singh: বিপাশা বসুর স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে সম্পর্কে ছিলেন বরখা। প্রেম ভাঙলেও আজও প্রাক্তনের জন্য শুভকামনা করেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে মন কি বাত বললেন ইন্দ্রনীলের প্রাক্তন স্ত্রী।

Barkha-Karan Singh: বিপাশা বসুর স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে সম্পর্কে ছিলেন বরখা। প্রেম ভাঙলেও আজও প্রাক্তনের জন্য শুভকামনা করেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে মন কি বাত বললেন ইন্দ্রনীলের প্রাক্তন স্ত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
করণের সঙ্গে প্রেম ইন্দ্রনীলের প্রাক্তন স্ত্রীর

করণের সঙ্গে প্রেম ইন্দ্রনীলের প্রাক্তন স্ত্রীর

Barkha-Karan Singh Relation: হিন্দি মেগার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বরখা বিস্ত। একাধিক মেগায় অভিনয় করে দর্শকের দিল জিতে নিয়েছেন। ধারাবাহিকের পাশাপাশি সিনেমাতেও কাজ করেন বরখা। ২০১০ সালে মুক্তি পেয়েছিল দুই পৃথিবী। সেখানে অভিনয় করেছিলেন বরখা। দীর্ঘ ১৫ বছর পর বাংলা সিনেমায় প্রত্যাবর্তন ঘটল। সম্প্রতি সিদ্ধার্থ কাননের শোয়ে ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী বরখা বিস্ত।

Advertisment

প্রাক্তন স্বামী ইন্দ্রনীল সেনগুপ্তকে নিয়ে যেমন বিস্ফোরক কথা বলেছেন তেমনই আবার প্রাক্তন প্রেমিক করণ সিং গ্রোভারের প্রশংসায় পঞ্চমুখ বরখা। অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বই আসেন বরখা। বয়স তখন মাত্র ২৩ বছর। অল্প বয়সে মায়ানগরী তাঁকে অনেক কঠিন পরিস্থিতির মুখে এনে দাঁড় করিয়েছিল। একতা কাপুরের সঙ্গে কাজ করতে গিয়ে আইনি জটিলতায় জড়িয়েছিলেন। জীবনের উপর দিয়ে বয়ে গিয়েছিল অনেক ঝড় ঝাপটা।

সম্প্রতি সিদ্ধার্থ কাননের শোয়ে এসে অতীতের অন্ধকার দিনগুলোর কথা বলেন বরখা। তবে মুম্বই পা রেখে বরখার জীবনে এসেছিলেন করণ সিং গ্রোভার। প্রেম ভাঙলেও আজও তাঁর জন্য রয়েছে শুভকামনা। বর্তমানে স্ত্রী বিপাশা বসু ও একমাত্র কন্যা দেবীকে নিয়ে সুখের সংসার করণ সিং গ্রোভারের। অন্যদিকে ইন্দ্রনীলের সঙ্গে দীর্ঘ ১৪ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন বরখা। তাঁদের একমাত্র সন্তান Meira থাকে তার মায়ের কাছেই। 

২০০৪ সালে Kitni Mast Hai Zindagi-তে কাজ করেছিলেন বরখা। শুটিং সেটেই একে অপরের কাছাকাছি আসেন। দুবছর সম্পর্কে ছিলেন করণ ও বরখা। প্রাক্তনের প্রশংসা করে অভিনেত্রী বলেন, 'আমরা দুবছর প্রেম করেছি। করণ খুবই দয়ালু। মুম্বইয়ের মানুষ সাধারণত এমন দয়ালু হয় না। ওঁর এই গুণটাই আমাকে ভীষণ আকৃষ্ট করেছিল। তাছড়াও সিক্স প্যাক অ্যাবস দেখে ফিদা হয়ে গিয়েছিলাম। তখন মাত্র ২৩ বছর বয়স। সময়ের সঙ্গে জীবন ও ভাবনাচিন্তায় পরিবর্তন এসেছে। সব ভালই চলছিল, তার মাঝেই অনেকরকমের সমস্যা তৈরি হয়। ওঁর সঙ্গে বিচ্ছেদ মুম্বই আসার পর আমার প্রথম ব্রেক-আপ। তবে আজও করণের প্রতি আমি কৃতজ্ঞ। ও সবসময় ভাল থাকুক সেই কামনাই করি।'

bollywood movie Bollywood News bollywood actress Bollywood Actor Bollywood Couple Karan Singh Grover indranil sengupta Barkha Bisht