New Update
/indian-express-bangla/media/media_files/2025/03/31/Wyzg4Yu8flijv1KKLrU4.jpg)
২১ বছরের পুরনো ঘটনা নিয়ে বিস্ফোরক বরখা
২১ বছরের পুরনো ঘটনা নিয়ে বিস্ফোরক বরখা
Barkha Bisht Statement: হিন্দি ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ বরখা বিস্ত। মেগার পাশাপাশি সিনেমাতেও কাজ করেন। শুধু হিন্দি নয়, বাংলা সিনেমাতেও মাত দেন বরখা। সুপারস্টার দেবের সঙ্গে খাদানে বরখার অভিনয় দর্শকমহলে দারুণ প্রশংসিত। ফিল্মফেয়ারে প্রথমবার নৃত্য পরিবেশন করেছেন অভিনেত্রী বরখা বিস্ত। কিন্তু, কেরিয়ারের গোড়ার জার্নিটা ছিল খুবই কঠিন। ইন্ডাস্ট্রিতে পায়ের তলার মাটি শক্ত করতে বাড়ি থেকে একপ্রকার ঝগড়া করে মুম্বই এসেছিলেন। অভিনেত্রী হওয়ার তাগিদে তখন লড়াই করছেন বরখা, সেই সময় একতা কাপুরের সঙ্গে আইনি জটিলতায় জড়িয়েছিলেন বছর ২৩-এর বরখা বিস্ত। একতা কাপুর বরখার কেরিয়ার শেষ করে দিতে পারতেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে দীর্ঘ ২১ বছরের পুরনো ঘটনা নিয়ে বিস্ফোরক বরখা।
একতা কাপুরের বালাজির সঙ্গে বরখার শেষ কাজ 'Kitni Mast Hai Zindagi'। এই ধারাবাহিকে উদিতার চরিত্রে বরখার অভিনয় দর্শকের মন জয় করেছিল। কিন্তু, এরপর একতার আরও কোনও মেগায় অভিনয় করেননি বরখা। ২৩ বছর বয়সে বালাজি টেলিফিল্মস শো ছাড়ার পর কোন মারাত্মক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, সিদ্ধার্থ কাননের শোয়ে এসে ভয়াবহ মুহূর্তের স্মৃতিচারণা করলেন। একতা কাপুর বরখার বিরুদ্ধে আিনি মামলা করেছিলেন। তাঁর আইনজীবীর ক্রমাগত ফোনে একটা সময় রাতের ঘুম উড়ে গিয়েছিল বরখার। কিন্তু, জীবনের সেই ঝড় একাই সামলেছিলেন। বাড়িতে কাউকে কিছু টের পেতে দেননি বরখা।
সিদ্ধার্থকে বরখা বলেন, 'বাড়িতে আমি কাউকে সমস্যার কথা বলিনি। আমি একজন আইনজীবী নিয়োগ করেছিলাম। একটা সময় পর উনি বুঝেছিলাম এই মামলাটা ভিত্তিহীন। মামলাটি তুলে নেন। কিন্তু, তখন একতার যা আধিপত্য ছিল আমার কেরিয়ার দ্বংস করে দিতে পারতেন। শুধু আমি কেন, যে কারও কেরিয়ার শেষ করে দেওয়ার ক্ষমতা ওঁর ছিল। এখনও আছে। এক বছর এই মামলা চলেছিল। তখন আমি অন্য মেগার শুটিং করছিলাম। তার মধ্যেই আদালতে হাজিরা দিতে যেতাম। বাড়ি থেকে অশান্তি করে মুম্বই এসেছিলাম। এখানের সমস্যার জন্য আবার বাড়ি ফিরে যাওয়াটা আমার কাছে ঠিক মনে হয়নি। যা করব নিজের ক্ষমতা করব, এই মন্ত্রেই আমি বিশ্বাসী।' নবাগতা হিসেবে তাঁর কেরিয়ার ধ্বংস হয়ে যেতে পারত জেনেই লড়াই থেকে সরে যাননি বরখা।