/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/devbarkha.jpg)
Barkha with dev: দেবের সঙ্গে বহুদিন পর কাজ করবেন বরখা- ছবি/ instagram
Barkha Bist in Dev's Khadan: ফ্যামেলি লিয়ে ব্যস্ত আছি মানে কী? অ্যাকশন টা ভুলে গিয়েছি...? দেবের ( Dev ) ডায়লগ শুনেই কেঁপে উঠেছিলেন ভক্তরা। বহুদিন পর, দেব ফিরছেন এমন এক সিনেমায়। সঙ্গে যীশু সেনগুপ্ত। আজ প্রকাশ্যে তাঁদের ফার্স্ট লুক।
দেব খাদান ছবির ঘোষণা করেছিলেন বহুদিন আগেই। আর এবার জানা গেল, দেবের স্ত্রীর চরিত্রে রয়েছেন বরখা বিস্ত ( Barkha Bist )। এর আগে বরখা কাজ করেছিলেন রাজ চক্রবর্তীর ছবি দুই পৃথিবীতে। সেখানে, খুব অল্প সময়ের জন্য তাঁকে দেখা গিয়েছিল দেবের প্রেয়সী হিসেবে। আর এবার তাঁর স্ত্রীর ভূমিকায়। ছবির পোস্টার প্রকাশ্যে এনে দেব জানিয়েছিলেন তিনি এত পরীক্ষা নিরীক্ষা আগে কোনও ছবির জন্য করেননি।
তবে, দেবের সঙ্গে কাজ করতে এলেও বরখা কিন্তু প্রথমেই পাড়ি দিয়েছেন ভালবাসার মানুষদের কাছে। এই শহরে তাঁর দুজন কাছের মানুষ আছেন। তারা আর কেউ নন বরং রাজ এবং শুভশ্রী ( Raj Chakraborty-Shubhashree Ganguly )। রাজের সঙ্গে তাঁর খুব ভাব। তাই তো শহরে এসেই তিনি সোজা গেলেন তাঁদের বাড়িতে। ছবি তুললেন তারা। রাজ এবং শুভশ্রীর উদ্দেশ্যে লিখলেন, আমার দুই প্রিয় মানুষ।
আরও পড়ুন - Dev: এবছর তিন-তিনটে রিলিজ, তারপরেও মানুষের স্বপ্নপূরণে পাশে থাকছেন দেব!
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/barkha.jpg)
তাদের বাড়ির বারান্দায় দাঁড়িয়েই সুন্দর মুহূর্ত কাটালেন তিন বন্ধু। বরখা আরও লিখলেন, রাজ এবং শুভশ্রী সঙ্গে থাকলে হাসির কমতি হয় না। তাদের দুজনেরও দেবের নায়িকাকে ঘিরে একই কথা। উল্লেখ্য, বহুদিন পর বাংলা ছবিতে কাজ করছেন বরখা। একদম ভিন্ন এবং গ্রাম্য চরিত্রে তাঁকে দেখা যাবে।
প্রসঙ্গে যখন খাদান, তখন দেবের লুকের কথা বলতেই হয়। অভিনেতার উস্কোখুস্কো চুল। বহুদিন পর, মাসেল দেখাচ্ছেন দেব। শুধু তাই নয়, যীশুর সঙ্গে একটা পুরো ছবিতে প্রথম কাজ তাঁর। ফলেই বেজায় উত্তেজিত তিনি। এই ছবিতে আরও কাজ করছেন, টেলি অভিনেত্রী ইধিকা পাল।