Advertisment
Presenting Partner
Desktop GIF

বাসবদত্তা মানেই রাবীন্দ্রিক? পোশাক সংক্রান্ত খোঁটা! চটলেন 'কার কাছে কই' অভিনেত্রী

লোকের নানা কটু কথা, বাসব বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
basabdutta chatterjee, basabdutta chatterjee news, basabdutta chatterjee serial, basabdutta chatterjee actress, basabdutta chatterjee tollywood, basabdutta chatterjee zee bangla, টলিউড, বাসবদত্তা চট্টোপাধ্যায়, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

বাসবের অস্থিরতা

ইন্ডাস্ট্রির অন্দরে যেমন সমালোচনা, তেমনই সবথেকে বেশি সমালোচনা হয়ে থাকে একটি জায়গাতেই... দর্শকদের মধ্যে। অভিনেত্রীদের পোশাক থেকে অভিনেতাদের ডায়লগ থ্রো.. সবটাই হয়! কিন্তু নির্দিষ্ট একটি বিভাগে একজন অভিনেত্রীকে দাগিয়ে দেওয়া...

Advertisment

টেলিভিশনের পর্দায় কাজ করছেন দীর্ঘদিন। বাসবদত্তা চট্টোপাধ্যায় মানেই ভীষণ শান্ত ইমেজের একটি মানুষ। তাঁর পোশাকে সবসময় ভারতীয় ঐতিহ্যের ছাপ। লম্বা চুল, মার্জিত আচরণ। কিন্তু, অভিনেত্রী হিসেবে তো নিজেকে ভেঙে অন্যান্য চরিত্র করাই যায়। যেখানে একটু চ্যালেঞ্জ থাকবে, নিজের একদম বিপরীত হবে একটা চরিত্র। কিন্তু... বাসবদত্তাকে ঠিক যেভাবে আটকে দেওয়া হয় সেকথা নিজেই জানালেন অভিনেত্রী।

অভিনেত্রীর কথায়.. "বাসবদত্তা মানেই অন্যরকম। আমি প্রথম থেকেই যেহেতু শাড়ি পরা, বিনুনি বাঁধা চরিত্র করে এসেছি, একটা ভাল মেয়ের ইমেজ। পরবর্তীতে যেই অন্যকিছু করতে গিয়েছি মানুষ না মেনে নিতে পারেন নি। বাসব মানেই ভীষণ রাবেন্দ্রিক, বাসব মানেই ছোট্ট টিপ.. আমি একটু অন্যকিছু করতে গেলেই সকলে আমায় খুব বাঁধা দিয়েছেন। যে তোমায় এটা মানায় না। তোমাকে এটা ভাল লাগছে না। এগুলো শুনেছি, শুনে শুনে ক্লান্ত। কিন্তু আমি করি সেটাই যেটা আমার মন চায়।"

উল্লেখ্য, বর্তমানে কার কাছে কই মনের কথা ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। মেয়েকে সামলে বেশ নিদারুণ কাজ করে চলেছেন তিনি।

tollywood Entertainment News
Advertisment