ছবি: বসু পরিবার
পরিচালনা: সুমন ঘোষ
কাস্ট: অপর্ণা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, যিশু সেনগুপ্ত
রেটিং: ৩/৫
Jisshu-Rituparna Starrer 'Basu Paribar' Public Review: "ক্ষয়িষ্ণু বংশ গৌরব, ম্রিয়মাণ অতীতের বৈভব" কে বাঁচিয়ে রাখতে এ ছবি এক নস্টালজিয়ার অবগাহন। কিংবদন্তি আইরিশ লেখক জেমস জয়েসের জনপ্রিয় গল্প 'দ্য ডেথ' থেকে অনুপ্রাণিত সুমন ঘোষের এই ছবি। তবে এই তথ্যটি আপনার কাছে না থাকলেও বা গল্পটি আপনার পড়া না হয়ে থাকলেও সমস্যা নেই। চিত্রনাট্যই সিনেমার উপজীব্য। 'বসু পরিবার' শেকড়ের সন্ধানে বেরিয়ে তলিয়ে যায় অতীতে।
প্রণব (সৌমিত্র)-মঞ্জরীর (অপর্ণা) পঞ্চাশ বছরের বিবাহিত জীবনের উদযাপন করতে পুরোনো রাজবাড়ি 'কমলিনী'-তে আগমন পরিবারের সদস্যদের। তাঁদের ছেলে রাজার (যিশু) সঙ্গে প্রথমবার এ বাড়িতে আসছেন পুত্রবধূ। আর আসছেন মেয়ে (ঋতুপর্ণা)। বৃহত্তর পরিবারের মানুষরাও হাজির একে একে - তনু, পম্পি, টুবলু, পোকা। এদিকে রোশনি (শ্রীনন্দা) রাজবাড়ি ঘুরতে ঘুরতে এসে পৌঁছয় পুরোনো প্রাসাদে। এরপরেই ধুলো জমা অতীতের জট খুলতে থাকে।
পরিচালক, চিত্রনাট্যকার হিসাবে সুমন ঘোষ খামতি রাখেন নি। কিন্তু এত চরিত্রদের ভিড় যেখানে, আরও অনেক কিছু পাওয়ার আশা থাকে, যা পূরণ হল না। তবে কৌশিক সেনের অভিনয় আরও একবার প্রশংসিত হবে। তারকাদের এই ছবিতে আরও একটু ব্যবহার করা যেত। ছবিটা শেষ করার বড্ড তাড়া ছিল কি? সৌমিক সেনের ক্ষেত্রে ক্যামেরার কাজও আহামরি কিছু নয়। এমনকী সঙ্গীত পরিচালনায়ও মনে ধরল না বিক্রম ঘোষের কাজ। বরঞ্চ, একটু একঘেয়েই লাগল। ভাল লাগার জায়গায় আরও এক সংযোজন মনোময় ভট্টাচার্যের গলায় 'ভ্রমর কইও গিয়া'।
সংলাপে হিউমারের ছোঁয়া হৃদয় স্পর্শ করলেও চরিত্রদের টানাপোড়েনের মধ্যে দিয়ে এক থেকে অন্যে চলনে বাধা পড়ে। ইচ্ছে আর ইচ্ছেপূরণের মাঝের ফারাকটুকু চোখে লাগে। তবে ভাল ছবির ডিটেলিং, অভিনয়ে আর আর্ট ডেকরে অনেক খামতি ঢেকে গেছে।
"পঞ্চাশ বছর কম সময় না, আবার কম"…। পেছনে ফেরার রাস্তায় অতীতের কিছু পাতা না চাইলেও খুলেই যায়। এক লহমায় হারিয়ে যায় প্রণব ও মঞ্জরীর বিবাহবার্ষিকীর আড়ম্বর।