'পারমিতার একদিন'-এর ১৯ বছর পর ফের একসঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায় ও অপর্ণা সেন। প্রথম এই জুটিকে একসঙ্গে এনেছিলেন সত্যজিৎ রায়। এবার সুমনের 'বসু পরিবার'-এর কত্তা-গিন্নি সাজছেন দুজনে। তাঁদের মেয়ের ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। ছেলের চরিত্রে যিশু সেনগুপ্ত। সৌমিত্র চট্টোপাধ্যায়ের দাদার ছেলে শাশ্বত চট্টোপাধ্যায় এবং দিদি ছেলে-বৌমা কৌশিক সেন ও সুদীপ্তা চক্রবর্তী। তবে শুধুমাত্র ফ্যামিলি ড্রামা নয় এই ছবি। অনেক রহস্য রোমাঞ্চ রয়েছে বসু পরিবারে।
একযুগেরও বেশি সময় পরে জুটি বেঁধেছেন অপর্ণা সেন ও সৌমিত্র চট্টোপাধ্যায়। সুমন ঘোষ ২০১৭ সালে শেষ করেছিলেন ছবির শুটিং। প্রায় দু'বছর পর আগামী ৫ এপ্রিল মুক্তি পাচ্ছে তাঁর পরিচালিত পঞ্চম ছবি। এই মুহুর্তে আলোচনার কেন্দ্রবিন্দু 'বসু পরিবার'। গুরুত্বপূর্ণ কাস্ট নিয়ে তৈরি হয়েছে এই ছবি। রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, সুদীপ্তা চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তীর মতো শিল্পীরা।
আরও পড়ুন, মুক্তি পাওয়ার একদিনের মধ্যেই ট্রেন্ডিংয়ে শাশুড়ি-বৌমার অর্ন্তঘাত
প্রকাশ্যে এল বসু পরিবার ছবির পোস্টার। ছবি সৌজন্যে: সুমন ঘোষের ফেসবুক পেজ
আরও পড়ুন, ‘গুমনামী’ নিয়ে বিতর্কের জবাব দিলেন সৃজিত মুখোপাধ্যায়
ছবির সঙ্গীত পরিচালনা ও আবহ তৈরি করেছেন বিক্রম ঘোষ। ২০১৭ সালে কলকাতা ও মহিষাদল রাজবাড়িতে শুটিং হয়েছিল এই ছবির। ছবি মুক্তির তারিখের পাশাপাশি প্রকাশ্যে এল বসু পরিবারের পোস্টার। এর আগে 'পদক্ষেপ', 'দ্বন্দ্ব', 'নোবেল চোর', 'কাদম্বরী', 'পিস হেভেন'-এর মতো জনপ্রিয় ছবি তৈরি করেছেন পরিচালক। ঝুলিতে পুরেছেন জাতীয় পুরস্কারও।