Advertisment
Presenting Partner
Desktop GIF

বীরভূমে 'শেখর হোমের' শুটিং শেষে কে কে মেনন-রণবীর শোরের সঙ্গে রুদ্রনীল, সৃজিৎকে দিলেন গুরুদক্ষিণা

মারিওরটির ভুমিকায় রয়েছেন রুদ্রনীল? জল্পনা তুঙ্গে!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
srijit mukherjee, srijit mukherjee movies, srijit mukherjee sharlock homes, srijit mukherjee tollywood update, srijit mukherjee rudranil ghosh, rudranil ghosh new movies, srijit mukherjee rudranil ghosh new movies, bollywood update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, news update

রুদ্রর স্বীকারোক্তি

শান্তিনিকেতনে শুটিং চলছিল জোরকদমে। সৃজিত মুখোপাধ্যায়ের দলবল ব্যস্ত ছিলেন বোলপুরে শুটিংয়ে। সেই দলে হাজির ছিলেন রুদ্রনীল নিজেও। দীর্ঘদিন শুটিং শেষে, বলিউড তারকাদের সঙ্গে আবেগঘন মুহূর্ত শেয়ার করলেন তিনি।

Advertisment

একপাশে কে কে মেনন, অন্যদিকে রণবীর শোরে। প্রখর গরমে শান্তিনিকেতনে তখন শুটিংয়ে ব্যস্ততা দেখার মত। ৪২° গরমেও আউটডোর শুটিং চলেছে। একমাস পর, সেই নিদারুণ অভিজ্ঞতা শেয়ার করলেন তিনি। একেই সৃজিতের সঙ্গে কাজ, তারপর আবার দুই প্রখ্যাত অভিনেতার সঙ্গে। কী বলছেন রুদ্র?

তাঁর কথায়, "শিক্ষকদের সাথে কাজের শেষে। প্রিয় অভিনেতা কে কে মেনন ও রণবীর সোরে। প্রায় এক মাস ধরে একসাথে কাজ হল। আজ শেষ দিন ছিল আমার। কাজের ফাঁকে আড্ডা গল্পের মাঝেও কি করে জীবন্ত চরিত্র হয়ে উঠতে হয়,গভীরতায় ডুব দিতে হয় তা আরো বেশী করে শিখলাম"।

এখানেই শেষ নয়। সঙ্গেই প্রিয় বন্ধু অর্থাৎ সৃজিত মুখোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাঁর জন্যই এহেন কাজের সুযোগ। বলাই বাহুল্য, নতুন কাজ তাও আবার ওয়েব সিরিজে। বিরাট আনন্দে রুদ্রনীল।

উল্লেখ্য, নিজের রাজনৈতিক চর্চা তথা, কবিতার মাধ্যমে বেশিরভাগ সময়ই শিরোনামে থাকেন তিনি। শুধু তাই নয়, তাঁর ছন্দ মিলিয়ে বলা বলা কবিতা বেশ উপভোগ করেন অনুরাগীরা। কিন্তু অভিনেতা রুদ্রনীলের ভক্তও কিন্তু কম নয়। বলাই বাহুল্য, যে অভিনেতার অভিনয় দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলেই।

tollywood Rudranil Ghosh Srijit Mukherji Entertainment News
Advertisment