বসন্ত জাগ্রত কিনা সেটা হাওয়ায় বোঝা যাচ্ছে না, কারণ আবিরের গন্ধে ভরপুর বাতাস। মাত্র কয়েক ঘণ্টা পর রঙের উৎসবে মেতে উঠবে রাজ্যবাসী। প্রিয় জনের গায়ে আলতো আবির ছোঁয়ানো তো থাকবেই সঙ্গে থাকবেই পলাশ ও বাসন্তী সাজে আনন্দে যে কোনো কার্পণ্য হবে না তা বলাই বাহুল্য। আবালবৃদ্ধবনিতা প্রত্যেকেই মাতবে রঙিন আনন্দে। রং খেলার ময়দানে নামবেন টলিউড তারকারাও। দেখে নিন কীভাবে দোলে মাতবেন তারকারা।
অঙ্কুশ জানালেন, "বাড়ির নিচেই বসে রঙ খেলার আসর। সেখানে অভিনেতার বর্ধমানের বন্ধুরা আসবেন, থাকবে ঐন্দ্রিলাও। বিক্রমও আসবে রঙ খেলতে। দেদার খাওয়া দাওয়া চলবে সঙ্গে আনন্দ"।
বিক্রম বললেন, "হ্যাঁ! অঙ্কুশের বাড়িতে একটা প্ল্যান থাকেই। সেখানে যাব, বাড়ি এসে পরিবারের সাথেও সময় কাটাতে হবে। একটাই তো দিন। তাই না! সবাইকে সাবধানে রঙ খেলার পরামর্শও দিয়েছেন বিক্রম"।
তবে ঋয়ের মন ভাল নেই। দোলের দিনে রঙে মাতোয়ারা হতে মন চাইলেও উপায় নেই। বললেন, "কী জানি খেলতে পারব কিনে, দ্বিতীয় ভাগে শ্যুটিং আছে। এক্ষুনি জানতে পারলাম। শুনেই মেজাজটা খারাপ হয়ে গেল"।
এদিকে সেভাবে কিছু প্ল্যান করেননি গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার। গৌরবের অবশ্য সেটেই কিছুটা রঙ খেলা হয়ে গেছে। তবুও বাড়িতে কিছুটা সময় দেবেন, দেবলীনাও জানালেন, সেভাবে কিছুই ঠিক করা নেই। খেলবেন একটু আধটু। আসলে দোলের পরের দিন আমার শুটিং আছে। গৌরব অবলা প্রাণীদের উপর রঙ না দেওয়ার অনুরোধও করেন। আবার বলেন, কেউ এরকমটা করলে তার ৬মাস নয় একবছর জেল হওয়া উচিৎ।