Advertisment
Presenting Partner
Desktop GIF

মুক্তির আগেই বিপাকে অনুরাগ-অনিলের 'একে ভার্সেস একে', আপত্তি তুলল ভারতীয় বায়ুসেনা

ছবি থেকে বেশ কিছু দৃশ্য ছেঁটে ফেলার দাবি তুলেছে ভারতীয় বায়ু সেনাবাহিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
ak-vs-ak

'একে ভার্সেস একে' (AK vs AK) সিনেমায় ভারতীয় বায়ু সেনাবাহিনির ভাবমূর্তি বিকৃত করা হয়েছে। ভুলভাবে ব্যবহার করা হয়েছে ইন্ডিয়ান এয়ার ফোর্সের পোশাককে। যা যথেষ্ট অসম্মানজনক। অতঃপর ছবি থেকে এই দৃশ্যগুলি ছেঁটে ফেলার দাবি তোলা হল ভারতীয় বায়ু সেনাবাহিনির তরফে।

Advertisment

সম্প্রতি টুইটারে প্রকাশ্যে বাক-যুদ্ধে জড়িয়েছিলেন অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap) এবং অনিল কাপুর (Anil Kapoor)। সেই সময়েই অবশ্য এই দুই তারকার কাণ্ড-কারখানা দেখে অনেকে আন্দাজ করতে পেরেছিলেন যে, টুইটারে এই কার্যকলাপ তাঁদের আগামী ছবি 'একে ভার্সেস একে'র প্রচারের জন্য। তারপরই মুক্তি পায় সিনেমার ট্রেলার। তবে ট্রেলার প্রকাশ্যে আসার পরই বাঁধে বিপত্তি। বেশ কিছু দৃশ্যে অভিনেতা অনিল কাপুরকে ভারতীয় বায়ু সেনাবাহিনির পোশাক পরে থাকতে দেখা গিয়েছে। যা একেবারে নাপসন্দ তো বটেই, তার পাশাপাশি অসম্মানজনকও ঠেকেছে ইন্ডিয়ান এয়ার ফোর্সের।

তাদের দাবি, "ভারতীয় বায়ু সেনাবাহিনির পোশাক পরে কিছু কুরুচিকর কথা বলতে শোনা গিয়েছে। যাঁরা ইন্ডিয়ান এয়ার ফোর্সে চাকুরি করেন, তাঁদের আচার-আচরণ মোটেই এরকম নয়। এছাড়া তাদের পোশাককেও অপমান করা হয়েছে। অতঃপর ছবি থেকে এই দৃশ্যগুলি বাদ দিয়ে দিতে হবে।" এই মর্মে টুইটারে একটি বিবৃতিও জারি করা হয়েছে ইন্ডিয়ান এয়ার ফোর্সের পক্ষ থেকে।

প্রসঙ্গত, 'একে ভার্সেস একে' ছবিতে অনুরাগ কাশ্যপকে দেখা যাবে এক সিনে-পরিচালকের ভূমিকায়। আর অনিল কাপুরকে দেখা যাবে এক সুপারস্টারের চরিত্রে। যার মেয়েকে কিডন্যাপ করে সেই পরিচালক। হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেতে সেই বাবার আর্তিকেই এরপর ক্যামেরাবন্দি করে সিনেমা তৈরি করে ওই পরিচালক। এই নিয়েই এগিয়েছে ছবির গল্প। অনুরাগ-অনিল ছাড়াও সোনম কাপুরকে দেখা যাবে ছবিতে। পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। 'একে ভার্সেস একে' আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে নেটফ্লিক্সের পর্দায়।

anil kapoor Anurag Kashyap AK vs AK
Advertisment