Joyjit Banerjee: 'চেষ্টা করেও পারলাম না', রবিবারের সকালে জয়জিৎ স্বপ্ন দেখেই যা করলেন...

Joyjit Banerjee shared his Sunday Morning thoughts: রবিবারের সকালে তাঁর ঘুম ভেঙেছে দারুণ একটি স্বপ্নে। আর সেই স্বপ্ন দেখামাত্রও তিনি সেটিকে পূরণ করতে চলে গিয়েছেন।

Joyjit Banerjee shared his Sunday Morning thoughts: রবিবারের সকালে তাঁর ঘুম ভেঙেছে দারুণ একটি স্বপ্নে। আর সেই স্বপ্ন দেখামাত্রও তিনি সেটিকে পূরণ করতে চলে গিয়েছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
bengal actor joyjit banerjee shared sunday morning experience

যা বললেন জয়জিৎ ...

Tollywood Entertainment News: রবিবারের সকালটা যদি এমন হয়, তাহলে মন্দ হয় না। বাঙালির কাছে রবিবারের সকাল মানেই একটু অন্যরকম। আলসেমি থেকে শুরু করে খাওয়া দাওয়ায় নানা ধরণের আইটেম থাকে। আর রবিবারের সকাল যদি এহেন সুন্দর আহার দিয়ে শুরু হয়, তবে আর কোনও কথা নেই। 

Advertisment

বাঙালি অভিনেতা জয়জিৎ এমনিও খেতে পটু। শুধু তাই নয়,  পাঁচজন বাঙালির মতো তিনি ভোজনরসিক। তাই তো, রবিবারের সকালে তাঁর ঘুম ভেঙেছে দারুণ একটি স্বপ্নে। আর সেই স্বপ্ন দেখামাত্রও তিনি সেটিকে পূরণ করতে চলে গিয়েছেন। এমন স্বপ্নে যদি ঘুম ভাঙে তাহলে পেটের ভেতর গুরগুর করা খুব স্বাভাবিক। আর একেই রবিবার তো এটুকু করাই যায়। 

Actress Passed Away: বিয়ের পরপরই কঠিন সত্যের মুখোমুখি হন, প্রয়াত জনপ্…

Advertisment

জয়জিৎ সকাল হতেই এমন এক লোভনীয় জিনিশের ছবি দেখালেন যাদের প্ল্যান থাকবে না তাঁরাও এই কাজ করতে বাধ্য হবেন। সকাল সকাল এক প্লেট কচুরি দেখিয়ে সকলের ডায়েট এবং হালকা খাওয়ার ধ্যানে ভঙ্গ দিলেন তিনি। অভিনেতাকে বলতে শোনা গেল, "কচুরির স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেলো।" 

এদিকে স্বপ্নে যখন এহেন ফুল্কো কচুরি এসেই গিয়েছে ঠিক তখন বাস্তবে খান কয়েকটা মুখে না পুরলেই নয়। এক দুটোয় কি আর পোষায়? নিশ্চয়ই না। এই অভিনেতার ক্ষেত্রে সেটাই হল। তাই তো, সকাল সকাল কচুরির দোকানে গিয়ে পাগল করা সুবাস নাকে যেতেই উদরস্থ করলেন খান ৫-এক কচুরি। হাতে শালপাতার প্লেট। খুশি ধরছে না অভিনেতার। তিনি সমাজ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন।

সেখানে ক্যাপশনে লিখলেন, "চেষ্টা করিয়াও নিজেকে প্রতিহত করিতে পারিলাম না। খান ৫ উদরে পুড়িয়া গৃহে ফেরত আসিলাম।" এদিকে তাঁর এই পোস্ট দেখে বেশিরভাগ তাঁর সঙ্গে সহমত পোষণ করলেন। কেউ বললেন, "মাঝেমধ্যে খেতে হয়, নইলে ঠাকুর পাপ দেয়।" আবার কেউ বললেন, "মাঝে মধ্যে নিজেকে এট্টু আধটু প্রশ্রয় দেওয়াই যায়" 

tollywood Tollywood Television star tollywood news