Advertisment

Ranojay Vishnu: প্রাক্তনদের কুৎসা রটিয়েই কাল হল? রণজয়কে আইনি শমন পাঠালেন সোহিনী-সায়ন্তনী

সংবাদ মাধ্যম সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, অভিনেতা প্রায় এক সপ্তাহ আগে তাঁর প্রাক্তন প্রেমিকাদের তরফে আইনি নোটিশ পেয়েছেন। যদিও রণজয় এই বিষয়ে নিজে কোনও মন্তব্য করেননি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Bengal actor ranojay Vishnu issued notice by sohini sarkar and sayantani guhathakurta

sohini-Ranojoy: আইনি ঝামেলায় ফাঁসলেন রণজয়?

অভিনেতা রণজয় বিষ্ণুর জীবনে শুরু হয়েছে নানা তোলপাড়। সোহিনী সরকারের বিয়ের পর থেকেই বাজ বিতন্ডা তুঙ্গে। কারণ, রণজয়ের প্রাক্তন ছিলেন সোহিনী। এমনকি সোহিনী সরকারের বন্ধু সায়ন্তনী গুহঠাকুরতার সঙ্গেও নাকি সম্পর্কে জড়িয়েছিলেন তিনি।

Advertisment

আর এবার রণকে নিয়ে যা কাটাছেঁড়া শুরু হয়েছে, কানাঘুষো শোনা যাচ্ছে যে অভিনেতা নাকি আইনি নোটিশ পর্যন্ত পেয়েছেন। সংবাদ মাধ্যম সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, অভিনেতা প্রায় এক সপ্তাহ আগে তাঁর প্রাক্তন প্রেমিকাদের তরফে আইনি নোটিশ পেয়েছেন। যদিও রণজয় এই বিষয়ে নিজে কোনও মন্তব্য করেননি।

দুই নায়িকার তরফে জানা গিয়েছে, সোহিনীর বিয়ের পর থেকে নাকি অনেকের কাছেই তাদের সম্পর্কে কুৎসা রটিয়েছেন রণজয়। সেই কারণেই আরও নড়েচড়ে বসেছেন নায়িকারা। সোহিনীর বিয়ের পর এমনই খবর দিয়েছিলেন সায়ন্তনী, যে রন নাকি মেয়েদের ব্যবহার করেন। এমনকি, তাঁদের থেকে আর্থিক সাহায্যের পাশাপাশি সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন তাঁদের।

কিন্তু, অভিনেতা নিজেই এসব শুনতে শুনতে ক্লান্ত। তাঁর তরফে সেভাবেই প্রতিক্রিয়া মেলেনি। অভিনেতা মানসিক ভাবে বিদ্ধস্ত। এমনকি তাঁর পরিবারের মানুষও বেশ অস্বস্তিতে এসব ঘটনায়। আগামী দিনে আইনি পথে হাঁটার কথাও জানিয়েছিলেন, তাঁর পরেই নাকি সোহিনী এবং সায়ন্তনী মোক্ষম পদক্ষেপ নেন।

উল্লেখ্য, যদিও বা রণজয় এখন ব্যস্ত নিজের সিরিয়াল কোন গোপনে মন ভেসেছে নিয়ে। সোহিনীকে দেখা গিয়েছে শেষ অথৈ ছবিতে।

tollywood Sohini Sarkar Entertainment News ranojoy vishnu
Advertisment