/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/ambani.jpg)
ambani wedding- আম্বানির বাড়িতে অতিথি নুসরত!
আম্বানিদের অনুষ্ঠান যেন শেষ হওয়ার নাম নেই! বিয়ের সমস্ত রীতিনীতি মিটলেও এবার রিসেপশনের আয়োজন শুরু। এবার নাকি সেই অনুষ্ঠানে যেতে চলেছে বাংলার দুই তারকাকে।
খবর আগেই ছিল, যে এই বাংলা থেকে এক নায়িকা আমন্ত্রণ পেয়েছেন। আজ, সকাল হতেই দেখা গেল অভিনেত্রী নুসরত জাহান তাঁর স্বামী যশ দাশগুপ্তকে নিয়ে রওনা দিয়েছেন। বিমানবন্দর থেকে সেই ভিডিও ভাইরাল। এর আগে অবশ্য কৌশিকি চক্রবর্তীকে দেখা গিয়েছে সেখানে গান গেয়ে শোভা বাড়াতে।
আর আজ সকালে নুসরত এবং যশ। সন্ধ্যেবেলা কেমন সাজে তাঁকে দেখা যায় সেই অপেক্ষায় তাঁদের ভক্তরা। কিন্তু! এই দুজনকে আম্বানি পরিবারের বিয়েতে যেতে দেখেই হাসাহাসি জনসমাজে। যেখানে নরেন্দ্র মোদী এবং বলিউড থেকে দক্ষিনী ছবির বিগ-শটরা উপস্থিত, সেখানে নুসরত কী করে?
এমন প্রশ্নের পাশাপাশি তাঁদের নানা কটাক্ষ পর্যন্ত শুনতে হল। কেউ বললেন, বিয়ের আসল অনুষ্ঠান তো শেষ? এরা কী করবে? আবার কী বললেন, এদেরকে আম্বানি চেনে? এত দুরবস্থা তাঁর? আবার কেউ বললেন, হতেই পারে না, আম্বানিদের সিকিওরিটি গার্ডের এর বিয়েতেও এদের বলবে না, আবার কারওর কোথায়, নুন লেবু দিতে ডেকেছে নাকি?? নইলে ওদের কে চেনে।
আম্বানি পরিবারের বিয়েতে হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় খোদ। সেই ভিডিও ভাইরাল ঝড়ের গতিতে। এমনকি কিম কারদাশিয়ানের সঙ্গে তাঁর ভিডিও দেখে অনেকেই চোখ বাঁকিয়েছিলেন।