/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/swara-2.jpg)
স্বরা ভাস্কর, ফাহাদ আহমেদকে শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইনি বিয়ে আগেই সেরেছেন। সম্প্রতি দিল্লিতে সামাজিকভাবে বিয়ে সারেন স্বরা ভাস্কর ও ফাহাদ আহমেদ। গত ১৬ মার্চ বসেছিল বৌভাতের আসর। নিমন্ত্রণ পেয়েই ছুটে এসেছিলেন নেতা-মন্ত্রীরা। অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, রাহুল গান্ধি থেকে জয়া বচ্চন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতি নজর কেড়েছে স্বরা-ফাহাদের রিসেপশনে। তবে আমন্ত্রণ পেয়েও যেতে পারেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অতঃপর কলকাতায় বসেই নবদম্পতিকে আশীর্বাদ পাঠালেন মমতা। স্বরার মা-বাবার উদ্দেশে চিঠি লিখে ধন্যবাদও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, নিমন্ত্রণ না রক্ষা করতে পারার আক্ষেপও ঝরে পড়ল তাঁর কথায়। আর সূদূর বাংলা থেকে মমতার এমন উদ্যোগে আপ্লুত অভিনেত্রী স্বরা ভাস্কর। পাল্টা মমতাকে ধন্যবাদ জানাতেও ভুললেন না।
উল্লেখ্য, মোদী-বিরোধী হওয়ার দরুণ স্বরার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ ভালই সম্পর্ক। বাংলার মুখ্যমন্ত্রী যখন মুম্বই সফরে গিয়ে বিটাউনের তারকাদের সঙ্গে বৈঠক করেছিলেন একবার, সেখানে উপস্থিত ছিলেন স্বরা খোদ। অভিনেত্রী একাধিকবার কেন্দ্রীয় শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। এমনকী কংগ্রেসের ভারতজোড়ো যাত্রাতেও রাহুল গান্ধির পাশে হাঁটতে দেখা গিয়েছে স্বরা ভাস্করকে। তাছাড়া, স্বামী নিজেও যখন সমাজবাদী পার্টির যুবনেতা, সেই প্রেক্ষিতেই তাঁদের রিসেপশনে রাজনৈতিক ব্যক্তিত্বরা ভিড় জমিয়েছিলেন। অনেকেই আশা করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কেও হয়তো দেখতে পাওয়া যাবে। কিন্তু যেতে পারেননি তিনি। কেন?
আসলে গত শুক্রবার কালীঘাটে দলের শীর্ষ নেতাদের উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছিল। এমনিতেই রাজ্যে শিক্ষা দুর্নীতি নিয়ে টালমাটাল পরিস্থিতি। এরমধ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। জেলায় জেলায় দলের সংগঠনের ভিত আরও শক্তিশালী করে তুলতে ভার্চুয়ালি জেলা নেতৃত্বদের সঙ্গে বৈঠক শুরু করেন মমতা। আর এতসব ব্যস্ততার মাঝেই দিল্লি গিয়ে স্বরা ভাস্করের রিসেপশনে উপস্থিত থাকতে পারেননি মুখ্যমন্ত্রী। তবে অভিনেত্রীর মা-বাবাকে ধন্যবাদ জানাতে ভুললেন মমতা।
<আরও পড়ুন: ‘৭৫-এও বিছানায় সক্ষম! সুমন হিপোক্রিট, ভণ্ড..’ ভয়ঙ্করভাবে ধুয়ে দিলেন তসলিমা>
Thank you @MamataOfficial ma’am for your kind wishes, and gracious response to our invitation. We missed your presence at our reception but deeply appreciate this gracious gesture. 🙏🏽🙏🏽💚💚 @FahadZirarAhmad@theUdayB@SankarshanTpic.twitter.com/ECxrnkhwce
— Swara Bhasker (@ReallySwara) March 19, 2023
স্বরা ভাস্করের মা-বাবাকে পাঠানো চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "আপনাদের মেয়ের রিসেপশনের আমন্ত্রণ পেয়ে আমি খুবই খুশি। নবদম্পতি স্বরা ভাস্কর ও ফাহাদ আহমেদকে শুভেচ্ছা-সহ অনেক ভালবাসা। ঈশ্বরের কাছে ওঁদের মঙ্গল কামনা করি। সেইসঙ্গে আপনাদের সকলকেও অসংখ্য শুভেচ্ছা।" পাল্টা মিষ্টি বার্তায় ধন্যবাদ জানিয়ে স্বরা লেখেন, "শুভেচ্ছাবার্তা পাঠানোর জন্য ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আপনার অনুপস্থিতি অনুভব করলেও আপনার এই আন্তরিকতা আমাদের মন ছুঁয়ে গিয়েছে।"