বাংলার শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত জেলবন্দি কুন্তল ঘোষের সঙ্গে বনি সেনগুপ্তর আর্থিক লেনদেনের হদিশ মিলতেই তোলপাড় রাজ্য রাজনীতি থেকে বিনোদনমহল। সরগরম নেটদুনিয়াও। প্রশ্নবাণের মুখে পড়তে হচ্ছে বনির পরিবার-প্রেমিকাকেও। এবার ইন্ডাস্ট্রির অন্দর থেকে আরেক প্রযোজক মুখ খুললেন এপ্রসঙ্গে।
বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে জেরা করা হয় বনি সেনগুপ্তকে। অভিনেতা জানান, সিনেমা ও মিউজিক ভিডিও বানানোর পারিশ্রমিক বাবদ ৪০ লক্ষ টাকা দিয়েছিলেন কুন্তল। যা দিয়ে একটি গাড়ি কেনেন তিনি। তবে সেই বিপুল পরিমাণ টাকা কুন্তল বনির অ্যাকাউন্টে না দিয়ে সরাসরি ওই গাড়ি সংস্থার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছিলেন। যা নিয়ে কম নিন্দা, সমালোচনা হয়নি সোশ্যাল মিডিয়ায়। সেই সেই প্রেক্ষিতেই মুখ খুললেন প্রযোজক রানা সরকার।
প্রযোজক রানা বললেন, "বনি সেনগুপ্ত যা করেছে বেশ করেছে। একজন পেশাদার অভিনেতার কাছে কাজের অফার আসলে যা করা উচিত বনি ঠিক তাই করেছে। আপনারা জানেন না, বনি সেনগুপ্ত একটা সিনেমা করতে কত রেমুনারেশন পায়। তাই চল্লিশ লক্ষ টাকার গাড়ি কিনেছে শুনে অবাক হচ্ছেন।"
<আরও পড়ুন: পোশাক পরতে গিয়ে কাটল হাত! মনামীকে ‘টলিউডের উর্ফি জাভেদ’ বলে ভয়ঙ্কর কটাক্ষ>
এখানেই অবশ্য শেষ নয়। বনি সেনগুপ্তর পাশে দাঁড়িয়ে রানা এও বলেন যে, "এর মধ্যে যদি বেআইনি কিছু থাকে বনি নিশ্চয় আইনানুযায়ী নিজেকে সংশোধন করবে। কিন্তু যতক্ষণ না সেটা প্রমান হচ্ছে, সোশ্যাল মিডিয়া ট্রায়াল চালিয়ে কোনও লাভ হবে না। তদন্তকারী সংস্থা আইন মেনেই তদন্ত করছে। দেশের আইনে ভরসা রাখুন। আর বনির সদ্য রিলিজ হওয়া সিনেমা 'আর্চির গ্যালারি' দেখতে হলে যান। বাংলা সিনেমার পাশে দাঁড়ান।"
একাধারে বাংলা সিনে ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক অনুপ সেনগুপ্ত তাঁর বাবা। অন্যদিকে, মা পিয়া সেনগুপ্ত ফিল্মি সংগঠনের জাঁদরেল ব্যক্তিত্ব এবং সুপরিচিত অভিনেত্রীও। অভিনেতা হিসেবে নিজেও বেশ নামডাক করেছেন। সেই বনিকেই বৃহস্পতিবার একদফা জেরার পর ফের মঙ্গলবার তলব করা হয়েছে ইডির তরফে।