অবশেষে, প্রমাণ হল বাঙালি খেলার মাঠেও দাদাগিরি করে। টলি তারকাদের এতবছরের তপস্যা-পরিশ্রম যেন সফল হল। জিতে ফিরলেন বাঘেরা।
Advertisment
গতকাল, CCL-জিতে এসেছেন তাঁরা। এতবছরের স্বপ্ন-পূরণ হয়েছে তাঁদের। উল্লাসে-আনন্দে তাঁরা বাঁধনছাড়া। এতদিন পর তাঁরা কর্ণাটক বুলডোজারদের হারিয়ে পেলেন চ্যাম্পিয়নের খেতাব। আর, তারপরই সেলিব্রেশন শুরু। বাজির ফোয়ারা, সঙ্গে স্টেজে মাতামাতি, বাংলার তারকা শিল্পীদের আর কে পায়?
কিন্তু, নজর কাড়লেন যীশু সেনগুপ্ত। কেন? একেই তিনি বেঙ্গল টাইগার্স দলের অধিনায়ক। তাঁর ওপর বিরাট দায়িত্ব। ফলেই দল জিততেই আহ্লাদে আটখানা অভিনেতা। তিনি ট্রফি হাতে পেয়েই দলের অন্যদের হাতে সেটি তুলে দিলেন। শুরু হল নাচ। কেউ কেউ ক্যাপ্টেনকে ডাকলেন আনন্দে সামিল হওয়ার জন্য। বহুবছর পর, সকলকে ব্যাটে-বলে হারিয়ে তাঁরা জিতে গিয়েছেন।
উন্মাদনা তারকাদের…
বাংলার ছেলেরা গোটা দেশের তারকা দলকে হারিয়ে জিতে ফিরেছে, এই নিয়ে আনন্দের শেষ নেই টলিপাড়ার বাকিদের। রিধিমা ঘোষ থেকে দর্শনা বণিক, সকলেই সামিল হলেন উচ্ছাসে।
রনিতা দাস বলছেন, 'অবশেষে, কাপ ঘরে এল। আবার দর্শনা বণিকের কথায়, "আমরাই চ্যম্পিয়ন"। রিধিমা এবং গৌরবের আনন্দ ধরছে না। তাঁরা ছেলের অন্নপ্রাশন নিয়ে ব্যাস্ত ছিলেন। তাই, মনের দুঃখ ব্যক্ত করলেন। লিখলেন, "এতবছরের পরিশ্রম ফল পেল। আমরা যে সেখানে উপস্থিত থাকতে পারলাম না, সেইজন্য দুঃখিত।"
প্রসঙ্গত, বহুবছর ধরে যীশু এই দলের সঙ্গে রয়েছেন। আগে জিত-দেব সকলেই খেলতেন CCL। এখন দলে রয়েছেন অন্যান্য মুখরা। কিন্তু যীশু যে কে সেই। তিনি আগের মতই রয়ে গিয়েছেন।