ফের দুঃসংবাদ টলিপাড়ায়। প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়। বুধবার প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গিয়েছে, সোমবার রাতে শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়েই অভিনেতার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সকালে এই খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া টলিউডে।
পরিবার সূত্রে জানা যাচ্ছে, বুধবার সন্ধ্যাবেলা এক অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই ঘন ঘন অসুস্থ হয়ে পড়েন। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তাবে রাজি হননি। এরপরই গতকাল রাত ১টা নাগাদ আনোয়ার শাহ রোডের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। তবে দিন দু'য়েক আগে থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা হয়েছিল।
<আরও পড়ুন: ‘মিঠু আর নেই!’, কান্নায় ভেঙে পড়লেন ইন্দ্রাণী-শতাব্দী, শোকপ্রকাশ ঋতুপর্ণা-শাশ্বতর>
আট-নয়ের দশকে ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ছিলেন অভিষেক। তরুণ মজুমদার পরিচালিত 'পথভোলা' সিনেমা দিয়ে যাত্রা শুরু। এরপর দহন, নীলাচলে কিরীটি, মধুর মিলন-এর মতো বহু সিনেমায় অভিনয় করেন। শুধু বড়পর্দা নয়, ছোটপর্দাতেও তিনি সমানভাবে সাবলীল। 'খড়কুটো' ও 'মোহর'- বর্তমানের এই জনপ্রিয় ধারাবাহিকে তিনি অভিনয় করছিলেন।
<আরও পড়ুন: অভিষেকের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর, প্রয়াত অভিনেতার বাড়িতে মন্ত্রী অরূপ বিশ্বাস>
জানা গিয়েছে বাড়িতেই রয়েছে এখন অভিষেক চট্টোপাধ্যায়ের মরদেহ। লাবণী সরকার-সহ ইন্ডাস্ট্রির অনেকেই এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকতে হাজির হয়েছেন অভিনেতার আনোয়ার শাহ রোডের বাড়িতে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন