Advertisment
Presenting Partner
Desktop GIF

Anindya Chatterjee: ভাল কিছুর স্বার্থেই নিজেকে শান্ত রাখার সিদ্ধান্ত নেন, অনিন্দ্য চট্টোপাধ্যায় যা করেছিলেন...

Anindya Chatterjee Post: সেই ২০০৮ সাল। যেদিন থেকে নিজেকে শান্ত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। নিজেকে পরিবর্তন করতে হলে যে ভাবনা চিন্তাকে আমল দিতে হয়, এমনটাই সাফ জানলেন অনিন্দ্য।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
anindya chatterjee

Anindya Posts: সমাজ মাধ্যমে কী লিখলেন অনিন্দ্য?

অনিন্দ্য চট্টোপাধ্যায় টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ। সিনেমায় তো বটেই তাঁর সঙ্গে সঙ্গে লাগাতার টিভির পর্দায় তাঁকে দেখা যায়। বর্তমানে কাজল নদীর জলে ধারাবাহিকে তাঁকে দেখা যাচ্ছে। অনিন্দ্য কিন্তু ভীষণ নিজের দিকে খেয়াল রাখেন।

Advertisment

তারকা বলেই যে উশৃঙ্খল জীবন যাপন করবেন এমনটা কিন্তু মোটেই না। মাঝে মধ্যেই সমাজ মাধ্যমে তিনি এমন কিছু পোষ্ট করেন যা দেখে সত্যিই অনুপ্রাণিত হতে হয়। অনিন্দ্য এই প্রজন্মের তারকা হলেও তাঁকে নেশার দ্রব্য হাতে নিয়ে দেখাই যায় না। উল্টে, অভিনেতা সাইকেলিং করেন। বহু দূর সাইকেল চালিয়ে যান এবং আসেন।

শুধু সাইকেলিং না, বরং অনিন্দ্যকে দৌঁড়াতে দেখা যায়। মাঝে মধ্যেই তিনি মর্নিং ওয়াক নয় বরং মর্নিং রানিং করতে বেরন। কিন্তু, নিজেকে এই জায়গায় নিয়ে আসতে তাঁকে অনেক আগেই শপথ নিতে হয়েছিল। সেই ২০০৮ সাল। যেদিন থেকে নিজেকে শান্ত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। নিজেকে পরিবর্তন করতে হলে যে ভাবনা চিন্তাকে আমল দিতে হয়, এমনটাই সাফ জানলেন অনিন্দ্য।

I got clean and sober in 2008 because I wanted a better life ❤️‍🩹 I Stay clean and sober because I found one! ❤️

Posted by অনিন্দ্য চট্টোপাধ্যায় on Wednesday, November 6, 2024

অভিনেতা নিজের সংবাদ মাধ্যমে একটি পোস্ট করেছেন। যার বাংলায় তর্জমা করতে দাঁড়ায়, "২০০৮ সালে আমি পরিষ্কার হয়েছি এবং শান্ত থাকতে শিখেছি। কারণ, আমি আরও ভাল জীবন চেয়েছিলাম। এবং জীবন এখন অনেক শান্ত এবং অনেক পরিষ্কার কারণ আমি এটা খুঁজে পেয়েছি।"

উল্লেখ্য, অনিন্দ্য সমাজ মাধ্যমে যে ধরনের মন্তব্য করেন তাতে বেশিরভাগ সময় হিউমার উপস্থিত থাকে। অনেক সময় সমালোচনার বিষয়বস্তু তিনি যেভাবে লেখেন বেশ আনন্দই পান তাঁর ভক্তরা। প্রসঙ্গে, দীর্ঘদিন গাঁটছড়া সিরিয়ালে তিনি অভিনয় করেছিলেন। আর এবার, তাঁকে দেখা যাচ্ছিল নতুন সিরিয়ালে। যদিও কিছুদিন আগে তিনি ফ্লোর থেকে কয়েকটি ছবি আপলোড করেই লিখেছিলেন, শেষ দিন।

tollywood tollywood news Anindya Chatterjee Tollywood Television star
Advertisment