প্রায় দু'বছর আগে 'চ্যাম্প' তৈরি করেছিলেন প্রযোজক দেব। তার আগে নায়কের নামের সামনে প্রযোজক শব্দটি বসে নি। সেই শুরুর পর আজ প্রায় দেড় বছর অতিক্রান্ত। আর এত কম সময়েই প্রযোজক হিসাবে প্রথম পুরস্কার পেলেন দেব। বৃহস্পতিবার মুম্বইয়ে আইআইএফটিসি অ্যাওয়ার্ড পেলেন তিনি।
‘ককপিট’, ‘কবীর’, ‘হইচই আনলিমিটেড’ - একে একে গতে বাঁধা নিয়মের বাইরে বেরিয়েছেন প্রযোজক। পুরস্কারটা বোধহয় তারই স্বীকৃতি। পুরস্কার পেয়ে অভিনেতা আনন্দ ভাগ করে নিলেন সোশাল মিডিয়ায়। দেব বললেন, "প্রযোজক হওয়ার দেড় বছরের মধ্যে প্রথম পুরস্কার। দর্শকের শুভকামনা ছাড়া এটা সম্ভব হত না।"
আরও পড়ুন, মুক্তি পাওয়ার একদিনের মধ্যেই ট্রেন্ডিংয়ে শাশুড়ি-বৌমার অর্ন্তঘাত
আরও পড়ুন, ‘গুমনামী’ নিয়ে বিতর্কের জবাব দিলেন সৃজিত মুখোপাধ্যায়
আপাতত 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী' ও 'পাসওয়ার্ড' ছবি নিয়ে ব্যস্ত দেব। কিছুদিন আগেই একসঙ্গে ঘোষণা করেছেন দুটো ছবি। হবুচন্দ্র... থেকে সরে এলেও পাসওয়ার্ডে অভিনয় করছেন দেব। সঙ্গে রয়েছে রাজা চন্দের ছবির প্রমোশনের কাজ। সব
মিলিয়ে ব্যস্ততার মধ্যেও এমন খবরে খুশি অভিনেতা।