নাকে-মুখে ব্যান্ডেজ, হাসপাতালে শুয়ে অনিন্দ্য! ছবি দেখে ভক্তদের আর্তনাদ – ‘কী হল?’

হাসপাতালে অনিন্দ্য চট্টোপাধ্যায়!

Anindya Chatterjee, Bengali actor Anindya Chatterjee, television actor anindya, Gatchhora, Bengali serial, অনিন্দ্য চট্টোপাধ্যায়, গাঁটছড়া, বাংলা সিরিয়াল, টেলিতারকা, টলিউডের খবর
অসুস্থ অনিন্দ্য চট্টোপাধ্যায়?

গোটা মুকে জড়ানো চওড়া ব্যান্ডেজ। বাদ যায়নি নাকও। নাকের ওপর লিউকোপ্লাস্ট লাগানো..। দেখে মনে হচ্ছে, কোনও দুর্ঘটনায় চরম আঘাত পেয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। হাসপাতালের বিছানা থেকে নিজেই সেই ছবি শেয়ার করলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। যা দেখে অনুরাগীরা টেলি-অভিনেতার শারীরিক পরিস্থিতি নিয়ে মারাত্মক উদ্বিগ্ন।

টেলিদর্শকদের অন্দরমহলের অতিপরিচিত অনিন্দ্য। এমনকী প্রিয় অভিনেতা বললেও অত্যুক্তি হয় না। ‘গাঁটছড়া’ সিরিয়ালের খলনায়ক ‘রাহুল’-এর চরিত্রে তিনি দারুণ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়াতেও তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। একাধিক সিনেমাতেও অনিন্দ্য চট্টোপাধ্যায়ের অভিনয় প্রশংসিত হয়েছে। টেলিপাড়ার সেই অভিনেতার আচমকা হলটা কী? যার জেরে হাসপাতালে যেতে হল অনিন্দ্যকে।

[আরও পড়ুন: দুয়ারে ১০০০ কোটি! এদিকে ফার্স্ট-ক্লাস ছেড়ে ইকোনমিতে দীপিকা, বিমানে শোরগোল]

তাহলে খোলসা করেই বলা যাক। হাসপাতালের বিছানায় নাকে-মুখে ব্যান্ডেজ নিয়ে শুয়ে থাকা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের এই ছবি আসলে সিরিয়ালের। ‘গাঁটছড়া’ ধারাবাহিকের জন্যই এমন অবতারে ধরা দিয়েথেন অভিনেতা। শুটিংয়ের খাতিরেই নেহাত এসব। আর শুটের অবসরে সেই ছবি দিয়েই ভক্তদের রক্তচাপ বাড়িয়ে দিলেন অনিন্দ্য।

প্রসঙ্গত, ‘গাঁটছড়া’য় ঋদ্ধি-খড়ির রসায়নের পাশাপাশি রাহুলও নজর কাড়ছে গত ১ বছর ধরে। সিরিয়ালের নায়ক-নায়িকার বিচ্ছেদের ঈঙ্গিত মিললেও এবার গল্পের মোড় ঘুরেছে। অতঃপর ধারাবাহিক শেষ হওয়ার যে গুজর রটেছিল, তা নিছকই রটনা ছাড়া আর কিছু নয়।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Bengali actor gatchhora famed anindya chatterjee shares photo from hospital

Next Story
‘বিষ্যুদবারে’ বড় চমক! মিছিলে গিয়ে প্রেম, ‘নেতা’ ফাহাদ আহমেদকে বিয়ে করলেন স্বরা ভাস্কর
Exit mobile version