Jeet: রোম খাড়া হয়ে গেল জিতের, বললেন... 'ওখানে যে বাড়িতে আমি থাকতাম..'

Jeet-Tollywood: জিৎ - দ্যা সুপারস্টার এর বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ শুরুর আগেও মুম্বাইয়ের বুকে স্ট্রাগল করার গল্প আছে। সেখানে যেভাবে তিনি দিন কাটিয়েছেন, সেসব কথা নিজেই জানিয়েছিলেন। অভিনেতা শুরুর দিকে মুম্বাইয়ে যেভাবে থাকতেন...

Jeet-Tollywood: জিৎ - দ্যা সুপারস্টার এর বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ শুরুর আগেও মুম্বাইয়ের বুকে স্ট্রাগল করার গল্প আছে। সেখানে যেভাবে তিনি দিন কাটিয়েছেন, সেসব কথা নিজেই জানিয়েছিলেন। অভিনেতা শুরুর দিকে মুম্বাইয়ে যেভাবে থাকতেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
jeet-Tollywood / khakee the benal chapter

Jeet- কোথায় এমন থাকতেন তিনি যে... Photograph: (Instagram)

Jeet-Tollywood: 'খাঁকি দ্যা বেঙ্গল চ্যাপ্টার' এখন আলোচনার বিষয়বস্তু। কারণ,  এই সিরিজ অল্প সময়েই দারুণ মন কেড়েছে দর্শকদের। বাংলার এক অজানা দিক ফুটে উঠেছে এই সিরিজে। আর তাঁর থেকেও বেশি জিৎ রয়েছেন আলোচনায়। অভিনেতা এখন বাংলার সঙ্গে সঙ্গে মুম্বাইয়ের বহু মানুষের পছন্দের হয়ে উঠেছেন। যদিও মায়ানগরীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অনেকদিনের। 

Advertisment

জিৎ - দ্যা সুপারস্টার এর বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ শুরুর আগেও মুম্বাইয়ের বুকে স্ট্রাগল করার গল্প আছে। সেখানে যেভাবে তিনি দিন কাটিয়েছেন, সেসব কথা নিজেই জানিয়েছিলেন। অভিনেতা শুরুর দিকে মুম্বাইয়ে যেভাবে থাকতেন, বলেছিলেন ৬০০টাকা ভাড়া দিতেন তিনি। শুধু তাই নয়, একটা খাটে ৪জন মিলে শুতেন। কিন্তু, যে ঘটনা তাঁর এখনও রোম খাড়া করে দেয়, সেটা সম্পর্কে জানেন?

যদিও, এসব ঘটনাকে তিনি মুম্বাইয়ে স্ট্রাগল না বরং প্রসেস হিসেবেই জানেন। জিৎকে বলতে শোনা গেল, তিনি চারবাঙ্গলা এলাকায় থাকতেন। এবং কমপ্লেক্সের নাম থেকে প্লট নম্বর সব মনে আছে তাঁর। কিন্তু, অদ্ভুত এক যোগ আছে তাঁর মুম্বাইয়ের এই বাড়ির সঙ্গে। জিৎ বলেন... 

Advertisment

"আমার এখনও বলতে গিয়ে নস্টালজিয়া কাজ করছে, কিন্তু আমি মুম্বাইয়ে যে বাড়িটায় থাকতাম, তাঁর নাম ছিল সাথী হাউজিং কমপ্লেক্স। সেটা এখনও আছে। আর আমার প্রথম ছবির নাম সাথী। যে কারণে আমি জনপ্রিয়তা পেতে শুরু করি। এটা দারুণ একটা ব্যাপার। হয়তো আমার ভাগ্য তখন নির্ধারিত হয়ে গিয়েছিল।" উল্লেখ্য, অভিনেতা টলিউডের যেমন জনপ্রিয় নাম, তেমন দিন দিন তিনি বলিউডে আরও নাম করছেন। তাঁর অভিনয় এবং অ্যাকশান দৃশ্য নিয়ে নানা আলোচনা উঠছে। 

jeet bollywood Bollywood Actor