Parambrata Chatterjee - Ujjain Rape: সারা বাংলা জুড়ে আন্দোলন। মেয়েদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন এবং শ্লীলতাহানি ক্রমশ বেড়ে চলেছে। পরম আজ যা দেখলেন...
Parambrata Chatterjee on Ujjain Rape: বাংলার বুকে এমন একটি ঘটনা ঘটেছে, যাতে ধিক্কার জানাচ্ছে গোটা দেশ। কিন্তু ভয়ের যেন লেশমাত্র নেই। এবার দেশের আরেক প্রান্তে ভয়ঙ্কর ঘটনার শিকার এক নারী। কিন্তু, রাস্তার অগণিত মানুষ চেয়ে দেখলেও এগিয়ে এলেন না?
Advertisment
বাংলার বুকে জুনিয়র ডাক্তারের নারকীয় ধর্ষনের কারণে মৃত্যুর পর, আগুন জ্বলছে সর্বত্র। মেয়েরা মেয়েদের হয়ে রাস্তায় নেমেছে। প্রতিবাদের পাশাপাশি রাত দখল করছে মেয়েরা। কিন্তু, এরইমাঝে বেলঘরিয়া ও উজ্জয়নে যে ঘটনা ঘটেছে তাতে শিউরে উঠতে হয়। উজ্জয়িনীতে নারকীয় ঘটনা। তাকিয়ে দেখলেন বাকিরা।
কী ঘটেছে আসলে?
মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ব্যস্ততম ফুটপাতে একজন মেয়েকে ধর্ষণ করা হল, তাকিয়ে তাকিয়ে দেখলেন বাকিরা। কিন্তু, কেউ এগিয়ে এলেন না। প্রতিবাদ করলেন না। এমন নারকীয় ঘটনা চোখে আসতেও কোনও শব্দের আলোড়ন হল না। এমন ভয়ঙ্কর ঘটনার প্রতিবাদে ফের আওয়াজ তুলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়।
পরমব্রত যেন কী বলবেন, বুঝতে পারছেন না। ভাষা হারিয়েছেন তিনি। এই ঘৃণ্য ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে পরম বলছেন, "প্রতিদিন, কিছু না কিছু ঘটেছে। নতুন নতুন করে দুঃস্বপ্ন আসছে।" অভিনেতা হতভম্ব যে এতকিছুর পরেও এহেন ঘটনা ঘটা শেষ হচ্ছে না। উল্লেখ্য, পরমব্রত রাস্তায় নেমেছিলেন প্রথম দিন থেকে। আওয়াজ তুলেছেন, প্রতিবাদ জানিয়েছেন। বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তায় প্রতিবাদ করেছেন তিনি।
যতদিন না পর্যন্ত বিচার হচ্ছে, মানুষ প্রতিবাদ জানিয়ে যাবেন। এমনকি তারা এও জানিয়েছেন, নারী সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত না করে, তাঁরা আন্দোলন থামাবেন না এমনটাও জানিয়েছেন।