Advertisment

Parthasarathi Deb: ৬৮ তেই শেষ হল পথচলা, প্রয়াত প্রখ্যাত অভিনেতা পার্থসারথি দেব

ভুগছিলেন শারীরিক সমস্যায়, ভরিত্ ছিলেন হাসপাতালেও...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
tollywood news, tollywood death, actor partha sarathi dev passed away, partha sarathi dev, bengali artist forum

tollywood news- প্রয়াত প্রখ্যাত অভিনেতা- ছবি/ ফেসবুক

Parthasarathi Deb Passed away: অভিনয় জগতে ফের নক্ষত্রপতন। অভিনেতা পার্থসারথি দেব অসুস্থ ছিলেন বেশ কিছুদিন ধরেই। আজ সকাল হতেই খবর, অভিনেতা পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ্যে এনেছেন আরেক অভিনেতা জয়জিৎ বন্দোপাধ্যায় ( Joyjit Banerjee ) এবং রূপাঞ্জনা মিত্র ( Rupanjana Mitra )।

Advertisment

অভিনেতা শেষ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন সিওপিডির সমস্যায় ভুগছিলেন। শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। বয়স হয়েছিল ৬৮ বছর। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। আর্টিস্ট ফোরামের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফোরামের সহ সভাপতি পার্থসারথি দেব আর নেই। তাঁর অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত গোটা ফোরাম।

অভিনেতা জয়জিত বন্দোপাধ্যায় মনে করছেন পুরনো সেসব দিনের কথা। তিনি বলছেন, থাক! আজ আর আমাদের সেসব দিনের কথা বলবনা কমরেড। অভিনেত্রী রুপাঞ্জনা মিত্র লিখছেন, পার্পল ষ্টুডিওতে তোমার এক ছবির কাজ চলছিল আর আমাদের অনুরাগের ছোঁয়ার শুট চলছিল..তুমি নিজে এসে দেখা করে গেলে..,কয়েকজন তোমার চেনা শিল্পী আছো জেনে তুমি তোমার শট দিয়ে আমাদের সিন দেখতে এসেছিলে, এই তো গেলো মাসের কথা.. court scene চলছিল আমাদের| তোমার চেনা কয়েকজনের মধ্যে আছি জেনে তুমি আমাদের সাথে এসে বসলে একটু অবসর সময় কাটালে,অল্প আড্ডা এবং সেই প্রাণ খোলা হাঁসি আবার হাঁসলাম আমরা.. চা খেলাম, তারপর আবার যে যার মতো শট দিতে যাওয়া..তার আগে সেই পুরোনো ডাকতা আবার তোমার মুখে শুনলাম 'রূপসী রে দেখা হচ্ছে আবার' …জানতাম না ওইটাই আমাদের শেষ দেখা..ইন্ডাস্ট্রিতে কিছু সিনিয়র শিল্পীদের মধ্যে তুমি সেই একজন যে আমাদের মতন নতুন শিল্পীদের bully হওয়া থেকে বাঁচাতে সেই সময়..স্নেহ এবং সাহায্যের হাত সব সময় বাড়িয়ে দিতে তাই আমরাও তোমাকে সম্মানের স্থানেই রেখেছি এবং রাখবো..তুমিও টাটা বলতে কাজ সেরে বাড়ি ফেরার সময়। তোমাকেও টাটা বলছি আজ..Have a safe journey!!

প্রায় চার দশক অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ‘কাকাবাবু হেরে গেলেন’, ‘লাঠি’, ‘প্রেম আমার’,  ‘বগলা মামা যুগ যুগ জিও’ , ‘রক্তবীজ’-সহ একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন। একসময় সিরিয়ালের জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত ছিলেন তিনি।

tollywood Entertainment News
Advertisment