Rahul Banerjee: যেদিন থেকে আরজি কর ঘটনা ঘটেছে, রাহুল সেদিন থেকে প্রতিবাদ করেছেন। এর আগের দিন টলিপাড়ার হয়ে জমায়েত মিছিল বেরিয়েছিল, সেখানে তাকে সক্রিয় ভূমিকা দেখা দিয়েছে। আর আজ তিনি নিজে কবিতা পোস্ট করলেন, তাতে চমকে যেতে হয়।
যেদিন থেকে আরজ কর কান্ড প্রকাশ্যে এসেছে, সেদিন থেকে সাধারণ মানুষদের পাশাপাশি তারকারাও প্রতিবাদে সরব হয়ে যায়। কেউ কেউ তো এমন কিছু বলছেন যা শুনলে চমকে উঠতে হয়। সে তারকাদের শ্রীলেখা মিত্র কিংবা রাহুল বন্দোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তী অন্যতম।
Advertisment
আর এবার রাহুল বন্দ্যোপাধ্যায়, যে কবিতা সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, তার নাম শুনলেই পশ্চিমবাংলার অর্ধেক মানুষের ঘুম উড়বে। কেন? কবিতার নাম শুনলে থমকে যেতে হবে। কবিতার নাম চটি কবিতা। আর যাদের উদ্দেশ্য করে লিখলেন সে কথা কবিতার ছন্দের মাধ্যমেই উল্লেখ করলেন।
এর আগে ঋত্বিক চক্রবর্তী, মুখ্যমন্ত্রীর পদযাত্রায় অংশ নিয়েছিলেন যে সংসদ এবং অভিনেত্রীরা, তাদের উদ্দেশ্য করেই পোস্ট করেছিলেন। আর এবার রাহুল বন্দ্যোপাধ্যায়, তিনি কবিতায় যা লিখলেন, তাতে অনেক সাহসের প্রয়োজন হয়। রাহুলের কবিতা লেখনীতে যে যে লাইনগুলো ভেসে উঠলো...
"চটি ছাড়া হাঁটলে পায়ে ফোসকা পড়ে মিছিলে, চটির সামনেটা ঢাকা না থাকলে নখ উপরে যায়, কখনো সখনো, পুরনো চটি পেরেকের রাজধানী, একবার চটি চেটে দেখুন সব মসৃণ.." বর্তমান সমাজে দাঁড়িয়ে এরকম একটি কবিতা লেখা-নিতান্তই সহজ ঘটনা নয়। কিন্তু রাহুল সবসময়ই বেশ সরব। তিনি যে কোন বিষয় মন্তব্য রাখতে ভালোবাসেন।
দুদিন আগে টলিউডের তরফে যে মিছিল বেরিয়েছিল সেখানেও তাকে দেখা গেছে। সক্রিয় ভূমিকায় স্লোগান দিতে দেখা গেছে তাকে। এমনকি আগামীতে, টেলিভিশনে তরফ থেকে ডাক দেওয়া হয়েছে সেখানে তাকে দেখা যাবে বলে আশা করা যাচ্ছে। বিশেষ করে আরজি করের ঘটনা নিয়ে রাহুল, নানা পোস্ট করছেন। কোন কোন অনুরাগী তো তার সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।