Ranojoy Vishnu faced cyber disturbance: বর্তমানে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা সাংঘাতিক মাত্রায় বেড়ে গিয়েছে। শুধু তাই নয়, তাঁরা যে কখন কে সেজে কারওর সঙ্গে কথা বলে, একজন তারকাকে ফাঁসিয়ে দিতে পারেন, সেকথাও বুঝে ওঠা সম্ভব না। অভিনেতা রণজয় বিষ্ণুর জীবনেও এহেন ঘটনাই ঘটেছে। বরং অভিনেতার জন্মদিন আসন্ন। এবং সেই উপলক্ষকে কেন্দ্র করেই যা ঘটল তাঁর সঙ্গে...
রণজয় ছোটপর্দার জনপ্রিয় মুখ। তাঁর অনুরাগী সংখ্যা নেহাতই কম না। বর্তমানে তিনি একটি জনপ্রিয় সিরিয়ালের লিড অভিনেতা। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে তাঁকে দেখা যাচ্ছে। সামনে তাঁর জন্মদিনও বটে। তাঁর আগেই যে এমন এক সমস্যার মুখোমুখি হবেন, যেন ভাবতেও পারেননি। অভিনেতাকে দেখা গেল সমাজ মাধ্যমে এসে সেই বিষয় নিয়ে খোলসা করতে। তিনি, সোজাসুজি বললেন যে এই ভিডিওটা আমার অনুরাগীদের জন্য। যেন আমার জন্মদিনের আগে, আর কিছু ভুল না হয় তাই।
অভিনেতা বলছেন, "কিছুদিন আগে আমার কাছে এক ভদ্রমহিলা আসে, এবং উনি খুব শিওর হয়েই আমায় জানান, যে তিনি নাকি আমার সঙ্গে কথা বলেছেন। এবং উনাকে দেখে আমি বুঝতে পারছিলাম, যে উনি কোনোভাবেই মিথ্যে বলছিলেন না। আমি উনাকে দেখে চিনতে পারিনি বলে উনি খুব রেগে যান, কষ্টও পেয়েছিলেন। উনি আমায় বলেন, যে আপনি চিনতে পারছেন না আমাকে? আপনি আমার নাম জানেন না? আমি একটু অবাক হয়েছিলাম। আমি সাধারণত নাম ভুলে যাই, কিন্তু একদমই কিছু মনে থাকবে না, এতটাও ভুলো মন আমি নই। উনার কথা অভিব্যক্তিতে আমি বুঝতে পারছিলাম যে সত্যি বলছেন উনি।"
এরপরই মোক্ষম বোঝা বুঝলেন উনি। তাঁকে বলতে শোনা গেল, "যে আমি বুঝতে পারছিলাম কিছু একটা গন্ডগোল হয়েছে। উনি হয়তো বা ফেসবুক বা ইন্সটাগ্রামে কোনও প্রোফাইলে, আমার নামে কোনো প্রোফাইল বা কিছুতে কথা বলেছেন। আমার যা মনে হয়েছে, উনি খুব সরল। আসলে, ইন্টারনেটের বিষয়গুলো উনার নখদর্পণে নেই, সেটাই আমি বুঝলাম। উনি আমায় প্রশ্ন করেন যে কেন, আপনার ছবি ভিডিও বারবার আমার প্রোফাইলে আসে। আমি উনাকে বোঝাই, যে কিছু নির্দিষ্ট মানুষকে আপনি সার্চ করলে সেটাই বারবার আসে। আমি বুঝলাম, যে যতই তাঁকে আমি বোঝানোর চেষ্টা করছি, তিনি বুঝছেন না। অনেকে জিজ্ঞেস করবেন যে আমার দায়িত্ব তাঁকে বোঝানোর? কিন্তু, আমার কিছু বেসিক দায়িত্ব আছে। আমার উচিত তাঁকে বোঝানো, কারণ তারা যে ভালবাসাটা আমায় দেন, সেটার জন্যই আমি আজ এখানে।"
রণজয় জানান, যে মেসেজ দেখতে চেয়েছিলেন তিনি, আসলে কার সঙ্গে কথা হয়েছে, এটা জানা তাঁর প্রয়োজন ছিল। কিন্তু সমাজ মাধ্যমের যুগে, মুঠোফোনের আড়ালে আসলে কে কথা বলছে, এটা বোঝা সম্ভব না। অভিনেতা তাঁর ভক্তদের সতর্ক করে বললেন, "এতকিছু বললাম একটা কারণেই। কেউ যদি আপনাকে বলে, যে আমি রনজয় কথা বলছি, তাহলে একটু চেক করে নেবেন। কারণ, আমার নিজের ব্লু টিক প্রোফাইল ছাড়া কোনও হ্যান্ডেল নেই। আর, আমার সমাজ মাধ্যম আমি খুব কম ব্যবহার করি। আমার টিম দেখে বেশিরভাগ সময়। এবং, আমি বা আমার টিম যদি এরকম কিছু লেখে বা বলে সেটা তো আমরা জানবো। তাঁরা একটা জায়গা মেনটেইন করবে। আপনারা দয়া করে এটা বিশ্বাস করবেন না। আর যারা যারা এটা করছেন, তাঁদের বলব যে এগুলো বন্ধ করুন, কারণ এগুলো অন্যায়। যদি, আপনারা কেউ আমি সেজে কথা বলেন একজন মানুষের সঙ্গে, আর আমি সেটা জানতে পারি, তাহলে কিন্তু যথাযথ ব্যবস্থা নেব আমি।"