Riddhi Sen: 'জামাইষষ্ঠী নাকি...?' মেলনি-মোদীর হাসিঠাট্টায় ফোঁড়ন কাটলেন ঋদ্ধি সেন
ঋদ্ধি একজন অভিনেতা হওয়ার পাশাপশি দেশ এবং রাজ্যের রাজনীতি প্রসঙ্গেও বেশ চাঙ্গা। তিনি নজর রাখেন সর্বত্রই। তবে, এখানেই শেষ না। অভিনেতা এবার মশকরা করলেন নরেন্দ্র মোদীকে নিয়ে।
ঋদ্ধি সেন, যেকোনও বিষয়ে নিজের মন্তব্য রাখতে বেশ ভালবাসেন। শুধু তাই নয়, তিনি সহজ কথা সহজ করেই বলতে ভালবাসেন। কখনও সে ইন্ডাস্ট্রি প্রসঙ্গে হোক আবার কখনও, রাজনীতি প্রসঙ্গে।
Advertisment
ঋদ্ধি একজন অভিনেতা হওয়ার পাশাপশি দেশ এবং রাজ্যের রাজনীতি প্রসঙ্গেও বেশ চাঙ্গা। তিনি নজর রাখেন সর্বত্রই। তবে, এখানেই শেষ না। অভিনেতা এবার মশকরা করলেন নরেন্দ্র মোদীকে নিয়ে। ইতালিতে গিয়ে মোদীকে হাসিঠাট্টা করতে দেখা যায় মেলেনির সঙ্গে।
সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সেই হাসি ঠাট্টার ভিডিও ভাইরাল হতেই চোখ কপালে বেশিরভাগের। এমনিও মেলেনি এবং মোদীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অনেকেই বাঁকা চোখে দেখতেন। তবে, এবার যা হল সেই দেখে ঋদ্ধি সেন নিজেও মন্তব্য না করে পারলেন না। অভিনেতা কী বলছেন...
Advertisment
মোদী এবং মেলেনির হাসিঠাট্টা দেখেই নিজেকে চুপ করিয়ে রাখতে পারলেন না ঋদ্ধি! বরং বললেন, "জামাইষষ্ঠী থুড়ি G7"... যদিও ঋদ্ধি একা নন, অনেকেই এই বিষয়টিকে মশকরার চোখে দেখেছেন। এমনকি সাধারণ নাগরিকের অনেকেই হেসে খুন গোটা বিষয়টিতে।
উল্লেখ্য, G7 মিটিংয়ে অন্যান্য দেশের প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতিদের সঙ্গে সাক্ষাৎ যে বেশ ভালই গিয়েছে মোদীর, সেটি ভিডিওতেই প্রমাণ মিলেছে।
Riddhi Sen: 'জামাইষষ্ঠী নাকি...?' মেলনি-মোদীর হাসিঠাট্টায় ফোঁড়ন কাটলেন ঋদ্ধি সেন
ঋদ্ধি একজন অভিনেতা হওয়ার পাশাপশি দেশ এবং রাজ্যের রাজনীতি প্রসঙ্গেও বেশ চাঙ্গা। তিনি নজর রাখেন সর্বত্রই। তবে, এখানেই শেষ না। অভিনেতা এবার মশকরা করলেন নরেন্দ্র মোদীকে নিয়ে।
Riddhi Sen on Modi-meleni: কী বলছেন ঋদ্ধি?
ঋদ্ধি সেন, যেকোনও বিষয়ে নিজের মন্তব্য রাখতে বেশ ভালবাসেন। শুধু তাই নয়, তিনি সহজ কথা সহজ করেই বলতে ভালবাসেন। কখনও সে ইন্ডাস্ট্রি প্রসঙ্গে হোক আবার কখনও, রাজনীতি প্রসঙ্গে।
ঋদ্ধি একজন অভিনেতা হওয়ার পাশাপশি দেশ এবং রাজ্যের রাজনীতি প্রসঙ্গেও বেশ চাঙ্গা। তিনি নজর রাখেন সর্বত্রই। তবে, এখানেই শেষ না। অভিনেতা এবার মশকরা করলেন নরেন্দ্র মোদীকে নিয়ে। ইতালিতে গিয়ে মোদীকে হাসিঠাট্টা করতে দেখা যায় মেলেনির সঙ্গে।
সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সেই হাসি ঠাট্টার ভিডিও ভাইরাল হতেই চোখ কপালে বেশিরভাগের। এমনিও মেলেনি এবং মোদীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অনেকেই বাঁকা চোখে দেখতেন। তবে, এবার যা হল সেই দেখে ঋদ্ধি সেন নিজেও মন্তব্য না করে পারলেন না। অভিনেতা কী বলছেন...
মোদী এবং মেলেনির হাসিঠাট্টা দেখেই নিজেকে চুপ করিয়ে রাখতে পারলেন না ঋদ্ধি! বরং বললেন, "জামাইষষ্ঠী থুড়ি G7"... যদিও ঋদ্ধি একা নন, অনেকেই এই বিষয়টিকে মশকরার চোখে দেখেছেন। এমনকি সাধারণ নাগরিকের অনেকেই হেসে খুন গোটা বিষয়টিতে।
উল্লেখ্য, G7 মিটিংয়ে অন্যান্য দেশের প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতিদের সঙ্গে সাক্ষাৎ যে বেশ ভালই গিয়েছে মোদীর, সেটি ভিডিওতেই প্রমাণ মিলেছে।