/indian-express-bangla/media/media_files/2025/11/05/shubhashish-2025-11-05-15-22-22.jpg)
কীভাবে তাঁদের সম্পর্ক বিয়েতে গড়ায়?
Shubhashis Mukherjee Marrige: তারকাদের বিয়ের গল্প জানতে কার না ভাল লাগে? কেউ কেউ তো এমন আছেন, যারা ইন্ডাস্ট্রিতে পা রাখার আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন। তাঁদের বিয়ে কবে হয়েছে, হয়তো এই বিষয়েও কেউ জানে না। কিন্তু, সেসব গল্প একেকটা ইতিহাস। কী করে তারা প্রেমে পড়লেন, কী করে তাঁদের প্রেম দানা বাঁধল, সবই যেন একেকটা গল্প।
আর ৫ জনের মত ভালবাসার শুরুটা তাদের ক্ষেত্রেও বেশ অন্যরকম। অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়ের জীবনে যেভাবে প্রেম এসেছিল, তা তিনি নিজেই জানিয়েছিলেন। দীর্ঘ এতবছরের দাম্পত্য জীবন। কিন্তু শুরুটা কীভাবে হয়েছিল? অভিনেতা তখন চুটিয়ে সিনেমা ও থিয়েটার করছেন। আর তার প্রেমের মানুষটিও তখন অন্য একটি দল থিয়েটার করত।
গ্ল্যামারের আড়ালে চালাচ্ছিলেন এই গোপন পেশা! বলিউড নায়িকাকে নিয়ে বিস্ফোরক দাবি
শুভাশিসের স্ত্রীর কথায়, সকলে বলেন, যত জোড়া তৈরি হয়, সব তো স্বর্গে তৈরি হয়, কিন্তু মার্কেটিং যে পুরো জাহান্নামে- সেকথা কিন্তু কেউ বলে না। এখানেই থামলেন না। তাঁদের বিয়ে নাকি কর্পোরেট বিয়ে। তাহলে কি লেনদেন করে বিয়ে হয়েছিল। অভিনেতার স্ত্রী বলছেন, টাকা পয়সার হিসেব নিয়ে বিয়ে। শুভাশিস সেদিন জানান, আসল গল্পটা। তাঁর কথায়...
আমি দূর থেকে দেখছিলাম একটা মেয়ে আসছে। তাঁকে দেখে আমারও মনে মনে কিছু একটা হল। পরে জানলাম, ও দলে অভিনয় করেন। আমায় সেই দলে নিয়ে গিয়েছিল একজন। সে আমায় বলল, "যে ঈশিতা দি একটা নাটক করছে, আমি বলে দিয়েছি তুমি প্রফেশনাল, টাকা দিয়ে কাজ কর। আমি তো অবাক। বললাম, কেন বললি তুই এটা? ভাবছি কেচে গেল হয়তো।"
Salman Khan: সলমনের বিরুদ্ধে মামলা! বিরাট ফাঁসলেন বলিউডের ভাইজান
ঈশিতা যদিও জানান, সেই শো-ই তাঁদের ঘর বেঁধে দিল। তাঁর কথায়, সেটা আমার প্রথম ডিরেক্টরিয়াল কাজ, নাটকের নাম ঘর। প্রতিটা শো আমার থেকে ১০০টাকা করে নিয়েছে, যদিও সেটা খুব বেশি ৮৪ সালে। টাকাটা নিল আমার কাছ থেকে, যা তখনকার দিনে ভাবা যায় না। কিন্তু, তারপরেই আমাদের ঘর বাঁধতে হল।"
প্রসঙ্গে, দীর্ঘ এতবছরের দাম্পত্যে অভিনেতা সবসময়ই নিজেরে ব্যক্তিগত জগতকে প্রফেশনাল ওয়ার্ল্ড থেকে দূরে রেখেছেন। তাঁকে বেশ কিছু সময় বড়পর্দায় দেখা যায় নি, তবে শেষ ব্রহ্মা জানেন গোপন কম্মটি- ছবিতে তিনি দারুণ প্রশংসা পান।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us