জীবন মানুষকে কত কিছু দেখায়, তাঁর থেকেও বড় কথা অনেককিছু শেখায়। টেলি অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়ের জীবনে ঝড় কম আসেনি, তবে তিনি থেমে থাকেননি।
Advertisment
ছোটবেলা থেকেই মায়ের সংগ্রামে সঙ্গী তিনি। একদম যখন অল্প বয়স তখন থেকেই সংসারে বিচ্ছেদ দেখেছেন। মা অনেক ছোটবেলা থেকেই একা বড় করছেন তাঁকে। বাবা মায়ের বিচ্ছেদ দেখেছেন তিনি। তাই তো, কাজের সুযোগ পেয়েই তিনি মায়ের স্বপ্নপূরণ করতেই সচেষ্ট। জীবনে কতকিছুই না করেছেন...
অভিনেতা দাদাগিরির মঞ্চে এসেই জানালেন তাঁর সেদিনের সব গল্প। প্রতিদিন সংগ্রাম করেছেন। ২৮ বছর বয়স অবধি যেভাবে রোজগার করেছেন সেটাও চমকপ্রদ। থিয়েটারের প্রতি প্রেম ছিল সাংঘাতিক। অভিনেতা বলেন, আমি অনেক ছোট বয়স থেকে রোজগার করা শুরু করেছি। একবছর চাকরি করেছি, টাকা জমিয়ে তারপর আবার থিয়েটার করেছি। এভাবেই চলেছে। লকডাউন চলাকালীন, পাড়ার মোড়ে সবজি বিক্রি করেছি।"
তিনি আরও বলেন, "ছোটবেলা থেকে মা আমার জন্য অনেককিছু সহ্য করেছে। আমি মাকে দেখিনি, কোনওদিন ৭০ টাকার বেশি দামী চটি পড়তে। ভাল লিপস্টিক পড়তে দেখিনি। তাই, যেগুলো আমার মা কোনোদিন করে নি, সেটাই এখন আমি করার চেষ্টা করি। মায়ের স্বপ্ন গুলো খুব ছোট, তাই তো সেগুলো পূরণ করাই এখন কাজ।"
প্রসঙ্গত, অভিনেতা বর্তমানে লিড নায়ক হিসেবে কাজ করছেন মন দিতে চাই ধারাবাহিকে। সেই সেট থেকেই তাঁর সঙ্গে শ্রীতমার প্রেমের গুঞ্জন। যদিও, এই বিষয়ে তাঁরা নিজেরা কোনও স্বীকারোক্তি দেননি।