Advertisment

Aparajita Adhya: মায়ের মৃত্যুর দেড় বছরের মাথায় দাদার বিয়ে দিলেন অপরাজিতা, পাত্রী কার পছন্দের?

শেষ দুদিন ধরে, অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছিল নানা পোস্ট। দাদার বিয়ের আগে নিয়ম পালন করতে দেখা গিয়েছিল তাঁকে। আইবুড়োভাত থেকে গায়ে হলুদ সব নিয়ম নিজে হাতে পালন করতে দেখা যায় তাঁকে

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Bengali actress aparajita Adhya shared her brother's marriage picture tollywood news

বাহবা পেলেন অপরাজিতা...

মায়ের অবর্তমানে একটা বিরাট গুরু দায়িত্ব পালন করলেন অপরাজিতা। অভিনেত্রী তাঁর দাদার বিয়ে দিয়েই যে ভালবাসা পেলেন অনুরাগীদের কাছে, তা দেখার মত। গতবছর মা চলে যাওয়ার পর কতকিছুর মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। আর গতকাল সন্ধেয় দাদাকে নতুন জীবনের পথে এগিয়ে দিলেন তিনি।

Advertisment

শেষ দুদিন ধরে, অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছিল নানা পোস্ট। দাদার বিয়ের আগে নিয়ম পালন করতে দেখা গিয়েছিল তাঁকে। আইবুড়োভাত থেকে গায়ে হলুদ সব নিয়ম নিজে হাতে পালন করতে দেখা যায় তাঁকে। বয়সে অনেক বড় দাদা। জীবনের নতুন অধ্যায় শুরু করার আগেই বোনের এত সুন্দর সমর্থন পাবেন, যা মন ভাল করে দিয়েছে দর্শকদের।

আর গতকাল সন্ধ্যেয় দাদা আর নতুন বৌদির চার হাত এক করে দিলেন অপরাজিতা। পরনে রানী রঙের বেনারসি, একদম সাবেকি সাজে দেখা গেল তাঁকে। বিয়ের নানা মুহূর্তের ছবি এবং ভিডিও পোস্ট করে তিনি লিখলেন...

"মা এটা তোমার গল্প। যতদিন বেঁচেছ কোনদিন ভালো করে আরাম করে বাঁচতে পারোনি সব সময় ভয় তাড়া করতো তোমায়। তোমার ছেলের কি হবে তোমার ছেলে আর পাঁচ জন মানুষের মত স্বাভাবিক নয় অত্যন্ত সরল আর সব ছেলের থেকে কিছুটা হলেও আলাদা। কী হবে তোমার ছেলেটার যদিও তোমার মেয়ে আছে সে সব দায়িত্ব কর্তব্য করতে পারে কিন্তু তবুও তোমার কোথায় একটা ভয়, কোথায় একটা শঙ্কা, একটা অবিশ্বাস কাজ করতো তুমি না থাকলে ছেলে কি করে বাঁচবে? ছেলে কী করে থাকবে? তুমি কখনো একা থাকাতে বিশ্বাসী ছিলে না। তুমি অসম্ভব বিয়েতে বিশ্বাসী ছিলে। তুমি সব সময় মনে করতে একা বাঁচা যায় না যদি আমরা সকলে পৃথিবীতে একাই আসি আর একাই যাই। তবু এই পৃথিবী লোকে বাঁচার জন্য বোধহয় একজন সঙ্গীর খুব দরকার। তুমি সারাক্ষণ সবাইকে বলতে আমার ছেলের কী করে বিয়ে হবে আমার ছেলেকে কে বিয়ে করবে, আমার ছেলেকে কে বিয়ে দেবে। তোমার পছন্দ করা পাত্রী রানী দিদি।"

আরও পড়ুন - Swastika Mukherjee: কোটা আন্দোলনে সরব বাংলাদেশ, গায়ে কাঁটা দেওয়া দৃশ্য দেখে আপ্লুত স্বস্তিকা

আরও লিখলেন, "কিন্তু সেই সময় রানী দিদির সঙ্গে বিয়ে দেওয়াটা সম্ভব হয়নি আসলে সময়ের আগে কিছুই হয় না। সেটা তুমিও জানতে কিন্তু মানতে না। মনে মনে কোথাও অসম্ভব চেয়েছিলে যে এই পাত্রী র সঙ্গে তোমার ছেলের বিয়ে হোক। পৃথিবী লোকের এটাই মাজা কেউ যদি সত্যি মন থেকে কিছু চায় তাহলে মৃত্যুর পরেও সেটা সত্যি হয়। আজকে তো তুমি শরীরের নামক খাঁচায় বাঁধা নেই সারা বিশ্বব্যাপী সারা অন্তরীক্ষ সর্বত্র তুমি বিরাজমান তুমি পরমাত্মার সঙ্গে লীন হয়ে গেছো এবং তুমি দেখছো আজকে দাঁড়িয়ে তোমার মৃত্যুর এক বছর ৮ মাস পর তোমার ছেলে আজ বিবাহিত। তুমি আজকে হয়তো আনন্দে আনন্দলোকে লীন হয়ে গেছো, আজ বোধহয় তুমি সব থেকে বেশি শান্তি পেয়েছ যে তোমার ছেলে বিবাহিত এবং তোমার পছন্দ করা পাত্রী তোমার পুত্রবধূ। আর আমার শান্তি আমি আমার সবটুকু দায়িত্ব যা যা তোমাকে বলেছিলাম। সবটা পালন করতে পারলাম। এখনো অনেক পথ বাকি আমি আছি। আমি থাকবো। ঈশ্বর আমার সঙ্গে আছেন তুমি নিশ্চিন্তে তোমার গন্তব্যে তোমার আগামী জন্মের যাত্রী হতে পারো ।প্রণাম নিও মা আজ তুমিও যতটা খুশি তোমার ছেলেও ততটা খুশি আজকে সত্যি সত্যি আনন্দ ধারা বহিছে ভুবনে ।তুমি একটা কথা সবসময় বলতে better late the never আজ সেটাই প্রমাণ হলো আর এটাও প্রমাণ হল তুমি যতই চাও সময়ের আগে কিছু হয় না।"

আর নিজের হাতে অভিনেত্রীকে এই শুভ কাজ করতে দেখে বেশিরভাগ বলছেন, অনেক কম মানুষ পারে এরকম করতে। আপনি যে মায়ের ইচ্ছে পূরণ করলেন, সেটাই অনেক। আবার কেউ বললেন, কেরিয়ারের পাশাপাশি পারিবারিক দায়িত্ব পালন করলেন যেভাবে, আপনি প্রশংসার যোগ্য।

tollywood aparajita adhya Entertainment News
Advertisment