দুর্গাপুজো কাটতে না কাটতেই লক্ষ্মী-পুজোর রেশ শুরু হয়ে গিয়েছে। তোড়জোড় শুরু করেছেন বেশিরভাগ। এমনকি, তারকারাও লেগে পড়েছেন আয়োজনে। তার থেকেও বড় কথা, বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি, তাতে করে লক্ষ্মী আরাধনা মানায় না, এমনটাই বলছেন তাঁরা।
রাস্তায় ঘাটে মা লক্ষ্মীদের অপমান হচ্ছে। তাদের অপমান হচ্ছে এদিক ওদিক। সেকারণে এবার লক্ষ্মীপুজো উপলক্ষে বিশেষ উদযাপন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তার বাড়িতে ধুমধাম করে পুজো হইয়। সাড়ম্বরে, ভোগের আয়োজনের পাশাপাশি নিজে হাতেই সবটা করেন তিনি।
কিন্তু এবার আর সেসব হবে না। সেকারণেই তিনি সমাজ মাধ্যমে পোস্ট করে আগেভাগেই জানিয়ে দিলেন। তিনি লিখছেন... "এমন এক সময়ের সম্মুখীন আমরা যখন আমাদের ঘরের লক্ষ্মীরা দেবীপক্ষের অনেক আগে থেকেই আত্মপক্ষের লড়াই বুকে বেঁধেছে, প্রতি রাতে রাজপথে রাজপথে প্রশ্ন চিহ্ন রেখেছে, “কার চেতনা জাগ্রত? কে আছো এই নবজাগরণের লড়াই মাথায় ধারণ করবে?"
এখানেই শেষ না। তাঁর বাড়িতে অনেক মানুষ নিমন্ত্রিত থাকেন। কিন্তু, এবার তাদের সকলের উদ্দেশ্যেই তিনি জানান, আয়োজন ছোট করার সিদ্ধান্ত ভেবে চিন্তেই নিয়েছেন। তিনি লিখছেন...
"সকলেই জানেন, বিশেষত আমার মিডিয়া বন্ধুরা খুব ভালো করেই জানেন যে কোজাগড়ি পুজোর এই বিশেষ দিনে আমি, অপরাজিতা, বিশেষ উদযাপনের ব্যবস্থা করি প্রতি বছরে। কিন্তু এই বছরটা উদযাপন থাকছে না। যে সময়ে রক্ত মাংসের লক্ষ্মীদের এত অবমাননা প্রতিনিয়ত, সেই সময়ে উপাসনা থাকলেও লক্ষ্মী দেবীর পূজা উদযাপন খানিকটা নিরর্থক থেকে। তাই অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিলাম।"
উল্লেখ্য, অভিনেত্রী শুরুর দিন থেকেই আন্দোলনে নেমেছিলেন। এমনকি, প্রতিবাদে কলম ধরেছেন পর্যন্ত। যদিও, এবছর অভিনেত্রীর নতুন ছবি রিলিজ হয়নি। রাহুল মুখোপাধ্যায়ের ছবিতে তাঁর কাজ করার কথা ছিল, সেটা সম্ভব হয়নি।