Devlina Kumar: যে শিক্ষা একটা দেশের মানুষ তৈরি করে, যে শিক্ষা একটি রাজ্যের স্তম্ভ, যে শিক্ষককে সব সময় স্যালুট জানিয়েছেন তার ছাত্ররা, সেই সম্মানীয় শিক্ষকদের নাকি এখন, জায়গা হচ্ছে রাস্তায়। দিনের পর দিন রাতের পর রাত ঝড়-বৃষ্টি যুদ্ধ উপেক্ষা করে, নিজেদের প্রাপ্য চাকরি ফেরানোর জন্য লড়াই করে চলেছেন তারা। আর তার মধ্যেই হয়ে চলেছে ভয়ংকর সব ঘটনা। শিক্ষকদের সম্মান আজ রাস্তায় লুটোপুটি খাচ্ছে।
গতকাল সল্টলেকে যা হয়েছে সে দৃশ্য ভয়ংকর। বিকাশ ভবনের সামনে আন্দোলন করছিলেন চাকরিহারা শিক্ষকরা। আর সেখানে পুলিশ লাঠিচার্জ করে। প্রাপ্য সম্মান এবং প্রাপ্য চাকরি ফিরিয়ে আনার ফলাফল বোধহয় এটাই! পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন শিক্ষকদের নানা হেনস্থার শিকার হতে হয়। গুরুতর জখম হয়েছেন বেশ কিছু। এমনকি বেশ কিছু শিক্ষককে লাথি, ঘুশি, জুতো দিয়ে পর্যন্ত মারা হয়েছে। ঘটনায় ভেঙে পড়েন চাকরিহারা শিক্ষকরা। চোখের জল ফেলতেও দেখা যায় তাদের।
গতকালের এই ঘটনা যেন লজ্জার সৃষ্টি করেছে গোটা সমাজে। যে সমাজে, শিক্ষকদের কোন সম্মান নেই সেই সমাজকে ধিক্কার জানিয়েছেন অনেকেই। সেই প্রসঙ্গে, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা যোগাযোগ করেছিল, টলিউডের অন্যতম অভিনেত্রী দেবলীনা কুমারের সঙ্গে। দেবলীনা, শুধু অভিনেত্রী নয় বরং তিনি একজন প্রফেসর। তার হাত ধরে, বহু ছাত্র নানা কিছু শেখে। তিনি অভিনয় দক্ষতার পাশাপাশি, শিক্ষিকা হিসেবেও ছাত্রদের মধ্যে বেশ জনপ্রিয়। এবং, এর আগেও তিনি একবার বলেছিলেন, শিক্ষিকা হিসেবে বেশ কিছু প্রটোকল তিনি মেন্টেন করেন। যেমন যে ছাত্রকে তিনি বর্তমান ব্যাচে পড়াচ্ছেন, তার ফ্রেন্ড রিকোয়েস্ট ফেসবুকে একসেপ্ট করেন না।
কিন্তু আজ দেবলীনার কাছে গতকালের ঘটনা প্রসঙ্গে ফোন করে জানতে চাইলেই তিনি যেন সম্পূর্ণ বিষয়টি এগিয়ে যেতে চাইলেন। কারণ দেবাশীষ কুমার অর্থাৎ দেবলীনার বাবা শাসকদলের বিধায়ক। আর গতকাল যে ঘটনা ঘটেছে, সেটি ঘটিয়েছে পুলিশ এবং শাসকদলের ছেলেরা। সে কারণেই কি তিনি বিষয়টি এড়িয়ে গেলেন? সেই প্রশ্ন অধরা। কিন্তু, তাঁর কাছে গতকাল নিয়ে জিজ্ঞেস করলে, তিনি বলেন, আমি সত্যিই বলছি গতকালের ঘটনা দেখিনি। আর সত্যি কথা বলতে গেলে রাসের আগে আমি কোনও বিতর্কে জড়াতে চাই না। এমন কোনও মন্তব্য করতেই চাই না।"
Devlina Kumar: চাকরিহারা শিক্ষকদের জুতোপেটা-লাথি! বিতর্কিত বিষয় থেকে কেন দূরে থাকতে চান 'প্রফেসর' দেবলীনা?
Devlina Kumar: গতকাল সল্টলেকে যা হয়েছে সে দৃশ্য ভয়ংকর। বিকাশ ভবনের সামনে আন্দোলন করছিলেন চাকরিহারা শিক্ষকরা। আর সেখানে পুলিশ লাঠিচার্জ করে। প্রাপ্য সম্মান এবং প্রাপ্য চাকরি…
Devlina Kumar: গতকাল সল্টলেকে যা হয়েছে সে দৃশ্য ভয়ংকর। বিকাশ ভবনের সামনে আন্দোলন করছিলেন চাকরিহারা শিক্ষকরা। আর সেখানে পুলিশ লাঠিচার্জ করে। প্রাপ্য সম্মান এবং প্রাপ্য চাকরি…
কেন এড়িয়ে গেলেন তিনি এই প্রসঙ্গ? Photograph: (গ্রাফিক্সঃ অংশুমান মাইতি )
Devlina Kumar: যে শিক্ষা একটা দেশের মানুষ তৈরি করে, যে শিক্ষা একটি রাজ্যের স্তম্ভ, যে শিক্ষককে সব সময় স্যালুট জানিয়েছেন তার ছাত্ররা, সেই সম্মানীয় শিক্ষকদের নাকি এখন, জায়গা হচ্ছে রাস্তায়। দিনের পর দিন রাতের পর রাত ঝড়-বৃষ্টি যুদ্ধ উপেক্ষা করে, নিজেদের প্রাপ্য চাকরি ফেরানোর জন্য লড়াই করে চলেছেন তারা। আর তার মধ্যেই হয়ে চলেছে ভয়ংকর সব ঘটনা। শিক্ষকদের সম্মান আজ রাস্তায় লুটোপুটি খাচ্ছে।
গতকাল সল্টলেকে যা হয়েছে সে দৃশ্য ভয়ংকর। বিকাশ ভবনের সামনে আন্দোলন করছিলেন চাকরিহারা শিক্ষকরা। আর সেখানে পুলিশ লাঠিচার্জ করে। প্রাপ্য সম্মান এবং প্রাপ্য চাকরি ফিরিয়ে আনার ফলাফল বোধহয় এটাই! পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন শিক্ষকদের নানা হেনস্থার শিকার হতে হয়। গুরুতর জখম হয়েছেন বেশ কিছু। এমনকি বেশ কিছু শিক্ষককে লাথি, ঘুশি, জুতো দিয়ে পর্যন্ত মারা হয়েছে। ঘটনায় ভেঙে পড়েন চাকরিহারা শিক্ষকরা। চোখের জল ফেলতেও দেখা যায় তাদের।
গতকালের এই ঘটনা যেন লজ্জার সৃষ্টি করেছে গোটা সমাজে। যে সমাজে, শিক্ষকদের কোন সম্মান নেই সেই সমাজকে ধিক্কার জানিয়েছেন অনেকেই। সেই প্রসঙ্গে, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা যোগাযোগ করেছিল, টলিউডের অন্যতম অভিনেত্রী দেবলীনা কুমারের সঙ্গে। দেবলীনা, শুধু অভিনেত্রী নয় বরং তিনি একজন প্রফেসর। তার হাত ধরে, বহু ছাত্র নানা কিছু শেখে। তিনি অভিনয় দক্ষতার পাশাপাশি, শিক্ষিকা হিসেবেও ছাত্রদের মধ্যে বেশ জনপ্রিয়। এবং, এর আগেও তিনি একবার বলেছিলেন, শিক্ষিকা হিসেবে বেশ কিছু প্রটোকল তিনি মেন্টেন করেন। যেমন যে ছাত্রকে তিনি বর্তমান ব্যাচে পড়াচ্ছেন, তার ফ্রেন্ড রিকোয়েস্ট ফেসবুকে একসেপ্ট করেন না।
কিন্তু আজ দেবলীনার কাছে গতকালের ঘটনা প্রসঙ্গে ফোন করে জানতে চাইলেই তিনি যেন সম্পূর্ণ বিষয়টি এগিয়ে যেতে চাইলেন। কারণ দেবাশীষ কুমার অর্থাৎ দেবলীনার বাবা শাসকদলের বিধায়ক। আর গতকাল যে ঘটনা ঘটেছে, সেটি ঘটিয়েছে পুলিশ এবং শাসকদলের ছেলেরা। সে কারণেই কি তিনি বিষয়টি এড়িয়ে গেলেন? সেই প্রশ্ন অধরা। কিন্তু, তাঁর কাছে গতকাল নিয়ে জিজ্ঞেস করলে, তিনি বলেন, আমি সত্যিই বলছি গতকালের ঘটনা দেখিনি। আর সত্যি কথা বলতে গেলে রাসের আগে আমি কোনও বিতর্কে জড়াতে চাই না। এমন কোনও মন্তব্য করতেই চাই না।"