Advertisment

Ena Saha: 'যে অভিনেত্রীরা পুরুষদের কুপ্রস্তাবে কম্প্রোমাইজ করে কাজ পান...', টলিউডে যৌন হেনস্থা নিয়ে বিস্ফোরক এনা

Ena Saha questions: দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে রয়েছেন। অনেককিছু দেখেছেন। কু প্রস্তাব পেয়েও সাড়া দেননি। কিন্তু, অভিনেত্রী হিসেবে অনেককে কম্প্রোমাইজ করতে দেখেছেন তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ena saha

Bengali actress ena Saha : কী বলছেন এনা?

 
অভিনেত্রী এনা সাহা, যিনি ইন্ডাস্ট্রির অনেক পুরোনো নাম, এবার তিনি এমন এক বিস্ফোরক অভিযোগ করেছেন, যাতে চমকে যেতে হয়। যারা, ইন্ডাস্ট্রির অন্দরে ঘটতে থাকা নারী বিদ্বেষ নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের উদ্দেশ্যে এবার এমন এক প্রশ্ন ছুঁড়েছেন এনা...

Advertisment

অভিনেত্রীর যখন ১৭ বছর বয়স তখন থেকে এই ইন্ডাস্ট্রিতে তাঁর যাত্রাপথ শুরু হয়। তাই এই টলিপাড়ার বুকে ঠিক কী কী হয় এনা জানেন। তাই তো, এই প্রসঙ্গে এবার মুখ খুললেন তিনি। কাজ পেতে গেলে কম্প্রোমাইজ করতে হবে, এমনটি শুনেছিলেন তিনি। কিন্তু আপোস করেননি। এমনকি মেনেও নেননি সেসব। অভিনেত্রী, এবার তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গে বলেন...

প্রত্যাখ্যান করলেও ঘটেছিল ভয়ঙ্কর ঘটনা। ১৭ বছরের মেয়ে এনা তখন সবটাই নতুন দেখছেন। তাঁর পাশাপাশি এসবে ভয়ে পেতেন অভিনেত্রী। তাঁর কথায়, "অনেক অল্প বয়সে কাজ শুরু করেছিলাম। তাই হয়তো, প্রয়োজনে অনেকের গাড়িতে উঠেছি। কিন্তু, তাঁর থেকে বেশি আর কোনও ভাবনা চিন্তা আসতো না আমার। প্রযোজকের কাছ থেকে ড্রাইভে যাওয়ার প্রস্তাব পেয়েছিলাম। গাড়ির মধ্যে উনি যা প্রস্তাব দিয়েছিলেন, তাতে আমি সম্মতি জানাতে পারিনি। তারপর, জোরাজুরি করে যখন দেখলেন লাভ হলো না। তখন উনি আমায় গাড়ি থেকে নামিয়ে দিলেন।

কিন্তু, এনা থামলেন না। বরং যে প্রশ্ন তিনি নায়িকাদের উদ্দেশ্যে ছুঁড়েছেন সেটি সাংঘাতিক। তাঁর কথায়, "টলিপাড়ার ১০ জন মেয়েকে এই প্রস্তাব দেওয়া হলে, ৭ জন না বলেন, এবং ৩জন হ্যাঁ বলেন। দেখা যাবে সেই ৭জন ট্যালেন্টেড। কিন্তু না! বাকি যে ৩জন হ্যাঁ বলেছেন, তাঁরা কম্প্রোমাইজ করে কাজ করছেন, সেটা সামনে আনার বিষয়টা?"

উল্লেখ্য, কিছুদিন আগেই অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তাঁর পাশাপাশি তিনি এও জানান, টলিউডে হেমা কমিটির মত একটি রিপোর্টিং বডি তৈরি করা হবে, যাতে পরবর্তীতে সবটা খতিয়ে দেখতে পারেন।

tollywood news Tollywood Actress Ena Saha
Advertisment