/indian-express-bangla/media/media_files/OJuvRtRgKZZsUjAUvOoj.jpg)
Mallick barir Pujo- বাড়ির পুজো নিয়ে কী ভাবছেন কোয়েল?
আর হাতে গুনে কয়েকটা দিন। তারপরই উমা আরাধনায় মেতে ওঠার কথা রাজ্যের। কিন্তু এবার সেরকম উৎসব উৎসব ভাবনাই নেই। আরজি করের জুনিয়র ডাক্তারের নারকীয় মৃত্যু এবং রাজ্যে মেয়েদের সুরক্ষার অভাবে, পুজোর আনন্দ যেন এবার বড়ই ফিকে।
কিন্তু তাই বলে, কি মা দুর্গা বাপের বাড়ি আসবেন না? একেবারেই না। পুজো হবে। কিন্তু, যে বাঙালি সারাবছর পুজোর জন্য অপেক্ষা করে থাকেন, তাঁদের এবার মন-মানসিকতা সবটাই খুব ভিন্ন। তাঁরা প্রশ্ন তুলেছিলেন, যে রাজ্যে মেয়েরা সুরক্ষিত না, সেখানে দুর্গা আরাধনা শোভা পায় না। কিন্তু, নিয়ম রীতি আর শরতের আগমনে উমাকে ফিরিয়ে দেওয়া সম্ভব না। কলকাতা থেকে মফস্বল সর্বত্রই শুরু হয়েছে আয়োজন। গ্রাম বাংলাও পিছিয়ে নেই।
সেরকমই কলকাতার জমিদার বাড়িগুলোতে শুরু হয়েছে প্রস্তুতি। জমিদার বাড়ির পুজোর উল্লেখ হবে, আর মল্লিক বাড়ির নাম আসবে না, সেটা হয় না। কোয়েল এবং রঞ্জিত মল্লিকের বাড়ির পুজো নিয়ে সবসময়ই চর্চা থাকে। আর এবার তো মল্লিক বাড়ির পুজোর ১০০ বছরে পা। ফলে, বিশেষ সেলিব্রেশন তো বাধা। কিন্তু না... অভিনেত্রী জানালেন, যতটা মজা তিনি করবেন ভেবেছিলেন এবার আর মন নেই ততটা এবং করার।
কী বলছেন কোয়েল?
তিনি সংবাদমাধ্যমে বলেন, "পরিস্থিতি এবার এমন যে, যতটা আশা করেছিলাম, ততটা আনন্দ করতে পারব না। মন থেকে সেই আনন্দ আসছে বা। তবে, পুজো হবে। ১০০ বছর বারবার আসবে না। আমাদের অনেক আত্মীয়রা পৃথিবীর নানা জায়গায় থাকেন। তাঁরা আসবেন। তাঁরা আগে থেকেই ভেবেছিলেন, তাই টিকিট কেটে রেখেছিলেন। কিন্তু, এবারের পুজোটা আমরা একান্তই ব্যক্তিগত রাখব। শুধু পরিবারের সকলের মধ্যে থাকবে।"
উল্লেখ্য, অভিনেত্রী বরাবরের মতো এবারেও দুর্গা সেজেছেন। মহালয়ার অনুষ্ঠানে তাঁকে দেখা যাবে। অন্যদিকে, গতবছর তাঁর ছবি জঙ্গলে মিতিন মাসি রিলিজ করেছিল। কিন্তু, এবার তাঁর কোনও ছবি রিলিজ নেই। বরং, তাঁর ছবি একটি খুনির সন্ধানে মিতিনের কাজ চলছে। কিন্তু পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা করা হয়েছে। কবে সেই থেকে তিনি রেহাই পাবেন, সেটাই দেখার।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us