Koneenica Banerjee: গতবছর থেকেই অসুস্থ ছিলেন। লড়াই করছিলেন, কিন্তু আর শেষ রক্ষা হল না। কাছের মানুষকে হারানোর খবর দিয়েছেন অভিনেত্রী নিজেই। যখন, আরজি কর আন্দোলনে তোলপাড় রাজ্য, পথে নেমেছিলেন কণীনিকা বন্দোপাধ্যায়। তাঁর মায়ের অসুস্থতার কথাও জানিয়েছিলেন। কিন্তু মাকে আর ধরে রাখতে পারলেন না।
জানা যাচ্ছে শেষ কয়েকমাস তিনি অসুস্থ ছিলেন। অভিনেত্রীর মা কল্পনা বন্দোপাধ্যায় বেশ অনেকদিন হাসপাতালে ভর্তি পর্যন্ত ছিলেন। শুধু তাই নয়, তখন তিনি জানিয়েছিলেন, মা সরকারি হাসপাতালেই ভর্তি আছেন। তাই চিকিৎসকরা যে পরিষেবা দিচ্ছেন না, সেই কথা মিথ্যে বলেই দাবি করেছিলেন তিনি। মাকে নিয়ে চেন্নাই পর্যন্ত গিয়েছেন। সেখানেও চিকিৎসার খামতি রাখেননি তিনি। তবে, শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচিয়ে রাখতে পারলেন না। ৬৫ বছরেই চলে গেলেন অভিনেত্রীর মা। সমাজ মাধ্যমে সেকথা নিজেই জানিয়েছেন তিনি।
এপ্রিলের প্রথম দিনই মাকে হারিয়ে শোকাহত তিনি এবং তাঁর পরিবার। কিছুদিন আগেই তাঁর বোন ঋতিকা এসেছিলেন জি বাংলার কুকিং শোয়ে। দুই বোন মিলে রান্না করেছিলেন। আর গতকাল ভোরের দিকেই তিনি জানিয়ে দিলেন যে মা আর নেই। সমাজ মাধ্যমে পোস্ট করে তিনি লিখছেন...
"আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, যে আমাদের মা শ্রীমতি কল্পনা বন্দোপাধ্যায় পরলোকে যাত্রা করেছেন। স্বর্গলোকে তাঁর আত্মার শান্তি কামনা করি আমরা। আমরা দুই বোন শোকাহত এবং মর্মাহত।" অভিনেত্রী নিজেও অনেক শারীরিক সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন, কিন্তু মাকে নিয়ে কোনোদিন কোনরকম কার্পণ্য করেননি। প্রসঙ্গে, তিনি বর্তমানে একদিকে যেমন সঞ্চালনা সামলাচ্ছেন, ঠিক তেমনই তাঁকে দেখা যাচ্ছে সিনেমার পর্দায়ও। এই সিনে দুনিয়ায় আসা প্রসঙ্গেই তিনি একবার বলেছিলেন, মা কোনোদিন চাননি তিনি অভিনেত্রী হন, নিজের জেদেই এই জায়গায় এসেছিলেন তিনি।
কিছুদিন আগেই একটি ছবি রিলিজ করেছিল, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরিত একটি চরিত্রে তাঁকে দেখা গিয়েছিল।