Advertisment

Madhumita Sarkar: ভয়াবহ দুর্ঘটনার কবলে গাড়ি! অল্পের জন্য প্রাণে বাঁচলেন মধুমিতা, এখন কেমন আছেন অভিনেত্রী?

Madhumita Sarkar: লরি-গাড়ির মুখোমুখি সংঘর্ষ! শহর কলকাতায় ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে মধুমিতা সরকার। অভিনেত্রী নিজেই জানিয়েছেন এই ঘটনা। এখন কেমন আছেন তিনি?

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Madhumita Sarkar Accident News

Madhumita Sarkar Accident News: অভিনেত্রী মধুমিতা সরকার এখন কেমন আছেন?

অভিনেত্রী মধুমিতা সরকার পড়লেন ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে! মন্দির থেকে পুজো দিয়ে ফিরলেন, কিন্তু তাঁর সঙ্গে যে ঘটনা ঘটল সেটি অবিশ্বাস্য। গাড়ির দরজায় এসে ধাক্কা মারল লড়ি! কোনমতে বিপদের থেকে বাঁচলেন অভিনেত্রী। 

Advertisment

গাড়ি নিয়ে ভূতনাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তিনি। সেখানে যাওয়ার পথেই তাঁর সঙ্গে যা ঘটল, নিজেই জানালেন সেকথা। অভিনেত্রী সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাঁকে বলতে শোনা যায়... "আজ সকালে ভূতনাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পথে বাজেভাবে একটা এক্সিডেন্ট হয়।" 

একটা বড় ১০ চাকার লড়ি এসে সজোরে ধাক্কা মারে। গাড়ির চালকের আসনটি দুমড়ে মুচড়ে যায়। অভিনেত্রী বলেন, "একটা ভয়ঙ্কর বিপদ ঘটে যেতে পারত। যেভাবে ধাক্কা মেরেছে সামনের চালক আসনের বাইরেটা একদম শেষ।" এরপরই অভিনেত্রীকে দেখা যায় লড়ির চালককে দোষারোপ করতে। সেই চালক ব্যক্তি অনায়াসে বলে বসেন, তিনি ভুল করে মেরে দিয়েছেন। কিন্তু, মধূমিতাকে বলতে শোনা যায়...

"ভুল করে? আপনার এই একটি ভুলের কারণে একজনের প্রাণ চলে যেত।" চিৎকার চেঁচামেচি করতে দেখা যায় তাঁর সঙ্গীকেও। যদিও অভিনেত্রী জানান, তিনি জানেন তাঁর সঙ্গে ঈশ্বর আছেন, তাই কিছুই হবে না। কপালে মহাদেবের তিলক, পুজো দিতে গিয়ে যে এভাবে বিপদের সম্মুখীন হবেন যেন ভাবতেই পারেননি তিনি। এমনকি তাঁকে লরির চালককে বলতে শোনা যায়, আপনার লাইসেন্স বের করুন। 

উল্লেখ্য, মহাদেবের ভক্ত মধুমিতা এর আগেও দেওঘরে গিয়েছিলেন পুজো দিতে। সেখানেও গাড়ি চালিয়ে গিয়েছিলেন তিনি। তবে, আজ কলকাতার বুকে যে এমন কিছু হবে, আশাও করেননি। 

tollywood Madhumita Sarkar Road Accident Tollywood Actress
Advertisment