মেয়েরা ঠিক কী চায়? নিজের রাজ্য কেন? দেশের প্রতিটা কোণায় তথা বিশ্বের প্রতিটা জায়গায় তাঁরা একটু সুরক্ষা এবং নিরাপত্তায় বিশ্বাসী। ঠিক যে কারণে, আজ এত লড়াই। রাস্তায় নেমেছে মানুষ। মেয়েদের শুধু একটাই চাওয়া, যেন সুস্থমত রাত্রিবেলা নিজের কর্মক্ষেত্রে এবং রাস্তায় সমান অধিকার।
আর সেই অন্ধকারের রাস্তায় রাত্রিবেলা, ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী মধুমিতা সরকার। মধুমিতা কিন্তু নিজের রাজ্যে নেই। বরং, তিনি গতকাল গাড়ি নিয়ে পাড়ি দিয়েছেন দেবঘরের উদ্দেশ্যে। তাঁর পাশাপাশি, তাঁকে দেখা গেল মধ্যরাতে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে। কপালে, তিলক এঁকে তিনি ঝাড়খণ্ডের রাজ্যে রাত দুটোয় ঠিক কী করছেন? নিজেই ভিডিও শেয়ার করেছেন সমাজ মাধ্যমে।
যেখানে দেখা যাচ্ছে, মধুমিতা নিজের মতো করে রাত্রিবেলা ঘুরে বেড়াচ্ছেন। কেউ তাঁকে দেখছেন না। মেয়েদের দিকে খারাপ নজরে তাকাচ্ছে না। অভিনেত্রী দিব্যি নেচে গেয়ে বেড়াচ্ছেন। আর সেই ভিডিওর মধ্যে দিয়েই অভিনেত্রী বার্তা দিলেন...
দেখুন মধুমিতার সেই ভিডিও...
"এখন রাত দুটো। আর আমি এই রাতে এখানে, নির্জন জায়গায় একা ঘুরে বেড়াচ্ছি। কেউ কিন্তু আমার দিকে ঘুরেও তাকাচ্ছে না। দেখতেই পাচ্ছ, লোকজন আছে। কিন্তু তাদের ওপর কোনও মেয়ে কিন্তু অ্যাটাক করছে না। বা, এই যে আমার পাশ দিয়ে গাড়িটা যাচ্ছে, কেউ দেখছে না। এটাই তো চাই আমরা মেয়েরা।"
অভিনেত্রী এখানেই থামলেন না। বরং তিনি সাফ জানালেন, "আমরা মেয়েরা কেউ কেউ রাত করে ফিরি। অভিনেত্রীর অনেকেই ফেরে, কল সেন্টারে কাজ করে মেয়েরা, তারা ফেরে। আজ পুজোর আগে, শারদীয়া উপলক্ষে এটাই চাই ভারতবর্ষের প্রতিটা কোণায় মেয়েরা যেন এভাবেই সুরক্ষিত থাকে। শুভ শারদীয়া।"
উল্লেখ্য, এর আগেও অভিনেত্রী প্রকাশ্যে প্রতিবাদ করেছিলেন। বারবার বলেছিলেন, রাস্তায় নেমে আন্দোলন করতে। কিন্তু, তাঁর পাশাপাশি অন্য শহরের চিত্র দেখালেন তিনি।