Manali Manisha Dey: টলি অভিনেতার সঙ্গে চুপিসারে বিয়ে! এ কার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন মানালি?

Manali Manisha Dey: দুজনেই টলিপাড়ার বেশ জনপ্রিয় মুখ। এবং শোনা যাচ্ছে, অনেক লোকের সামনেই নাকি মানালিকে বিয়ে করেছেন সেই অভিনেতা। এমনকি, সেই ভিডিও ভাইরাল হয়েছে দ্রুত গতিতে।

Manali Manisha Dey: দুজনেই টলিপাড়ার বেশ জনপ্রিয় মুখ। এবং শোনা যাচ্ছে, অনেক লোকের সামনেই নাকি মানালিকে বিয়ে করেছেন সেই অভিনেতা। এমনকি, সেই ভিডিও ভাইরাল হয়েছে দ্রুত গতিতে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
manali manisha dey

Manali: কাকে বিয়ে করলেন মানালি? Photograph: (ফাইল চিত্র )

শেষ কিছু মাসে টলিপাড়া জুড়ে শুধুই বিয়ের খবর। রূপসা সায়ানের পর, শ্বেতা এবং রুবেল বিয়ের পিঁড়িতে বসেন। তার সঙ্গে সঙ্গে মল্লিকা এবং রুদ্রজিৎও নিজেদের বিয়ের জন্য ছিলেন আলোচনায়। তবে এ আবার কি শোনা যাচ্ছে! অভিনেত্রী মানালি দে এবং টলিউডের নাকি এক অভিনেতা বিয়ে করেছেন?

Advertisment

দুজনেই টলিপাড়ার বেশ জনপ্রিয় মুখ। এবং শোনা যাচ্ছে, অনেক লোকের সামনেই নাকি মানালিকে বিয়ে করেছেন সেই অভিনেতা। এমনকি, সেই ভিডিও ভাইরাল হয়েছে দ্রুত গতিতে। কিন্তু কারণটা কি? মানালি তো বিবাহিত। অভিমুন্য মুখোপাধ্যায়ের স্ত্রী তিনি। অন্যদিকে যে অভিনেতাকে বিয়ে করেছেন, তারও এই ইন্ডাস্ট্রির বুকে প্রেমিকা আছে বলেই বেশিরভাগ লোকে জানেন। সেই অভিনেতার কেউ নয় বরং রোহান ভট্টাচার্য।

ভজ গোবিন্দ সিরিয়ালের সেই রোহান, বর্তমানে বহু বঙ্গ তরুণীর ক্রাশ। একের পর এক দেবের সঙ্গে ছবিতে যেমন কাজ করেছেন, তেমনি সিরিয়াল এবং সিরিজে তাকে দেখা গিয়েছে। অভিনেতা রোহন ভট্টাচার্যকে দেখা যায়, মানালির সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে! তাহলে কি সত্যি সত্যিই এমন ঘটনা ঘটেছে? তাহলে কি মানালি আর অভিমুন্যর সঙ্গে সংসার করবেন না?

Advertisment

আসলে ঘটনা ঠিক বাস্তবের নয়। হিন্দি সিনেমার পর্দায় তো কত লোকের একবারের জায়গায় অনেকবার বিয়ে হয়। সেরকমই একটি ঘটনা ঘটেছে সান বাংলার প্রাণের উৎসবের মঞ্চে। রোহান এবং মানালি দুজনে একটি স্ক্রীপ্ট ধরে অভিনয় করছিলেন। যেখানে প্লট এমন ছিল, যে দুজনেই একটি পাড়ার ছেলে মেয়ে। এবং সেখানেই তারা বিয়ে করেন। এর সঙ্গে বাস্তবের কোন মিল নেই। দুজনে দুজনের ব্যক্তিগত জীবনে একেবারেই কমিটেড।

উল্লেখ্য, রোহন একদম শুরুর দিকে সম্পর্কে ছিলেন শ্রীজলার সঙ্গে। অন্যদিকে মানালি জীবনে প্রথম বিয়ে করেন শিল্পী সপ্তককে। সেই বিয়ে টেকেনি বেশিদিন। তারপরই ঘরোয়া আমেজে অভিমুন্যর সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি।

tollywood Manali Dey tollywood news Tollywood Actress