Rajdeep-Tonni: মাস দেড়েক আগে ইঙ্গিত দিয়েছিলেন এক অভিনেত্রীই, রাজদীপ - তন্বীর প্রেম নিয়ে চর্চা তুঙ্গে...

Tollywood: প্রেম করছেন দুজনে। হাজারো খারাপ খবরের মাঝে যেন ভাল খবর। ইন্ডাস্ট্রিতে প্রেমের খবর নতুন না। প্রেম করে বিয়েও নতুন না। তবে রাজদীপ এবং তন্বীর নতুন শুরুতে আনন্দে আত্মহারা বেশিরভাগ।

Tollywood: প্রেম করছেন দুজনে। হাজারো খারাপ খবরের মাঝে যেন ভাল খবর। ইন্ডাস্ট্রিতে প্রেমের খবর নতুন না। প্রেম করে বিয়েও নতুন না। তবে রাজদীপ এবং তন্বীর নতুন শুরুতে আনন্দে আত্মহারা বেশিরভাগ।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Rajdeep

Rajdeep-Tonni: আগে থেকেই জানতে পেরেছিলেন এক নায়িকা... তারপর?

গতকাল গণেশ পুজো উপলক্ষে, টলিপাড়ার নানা ছবি প্রকাশ্যে এসেছে। তাঁর মধ্যে সবথেকে ভাল খবর একটাই, ফের একবার প্রেমে ভেসেছেন দুই তারকা। টেলিভিশনের দুই জনপ্রিয় মুখ রাজদীপ গুপ্ত এবং তন্বী লাহা রায় নাকি প্রেম করছেন।

Advertisment

গতকাল বিশেষ দিনেই দুই তারকার তরফে এসেছে স্বীকারোক্তি। সমাজ মাধ্যমে মাঝেমধ্যেই তাঁদের একসঙ্গে ছবি দেখা যাচ্ছিল। কিন্তু, এবার প্রকাশ্যেই নিজেদের সম্পর্কের কথা স্বীকার করলেন তাঁরা। গণপতি বাপ্পার সামনে দাঁড়িয়ে তন্বী তাঁর কাছের মানুষের সঙ্গে যে ছবিটি পোস্ট করেছেন তাতে লেখা...

"লাড্ডু ভালবাসি...", এবার আদৌ রাজদীপকে তিনি লাড্ডু বলে ডাকেন কিনা সেটাই প্রশ্ন। অন্যদিকে, এও প্রশ্ন উঠছে সত্যি সত্যি আবার মিষ্টি লাড্ডুর প্রেমে পড়েননি তো? কিন্তু, ভক্তরা বেশ খুশি। কারণ, তাঁদের কথায়... এতদিনে দুজনেই ঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিছুদিন আগে অবধিও দুই তারকার বন্ধুদের সঙ্গে সম্পর্ক ঘিরে জলঘোলা হচ্ছিল। কিন্তু, এখন সম্পর্কে সিলমোহর পড়তেই যেন উচ্ছসিত বেশিরভাগ।

Advertisment

যদিও বা, তাঁদের দুজনের বন্ধুত্ব যে রীতিমতো গাঢ় হচ্ছে সেকথার ইঙ্গিত আগেই দিয়েছিলেন টলিপাড়ার অন্য আরেক নায়িকা স্বস্তিকা দত্ত। স্বস্তিকার সঙ্গে রাজদীপকে দেখা গিয়েছিল গভীর জলের মাছ সিরিজে। কিছুদিন আগে তন্বীর জন্মদিনে ছবি শেয়ার করেছিলেন রাজদীপ। সেখানেই স্বস্তিকা মন্তব্য করেন, এটা আমি মন থেকে চাইছিলাম। আমি খুব করে চাই এটা হোক।

উল্লেখ্য, কিছুদিন আগেও তন্বী এবং তাঁর প্রিয় বন্ধু স্যান্ডিকে নিয়ে নানা আলোচনা হয়। এমনকি রাজদীপ ও জ্যাসমিনের সম্পর্ক নিয়েও শুরু হয় চর্চা। কিন্তু গানের লাইন তো এই বলে... "কুছ তো লোগ কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কেহেনা..."। টলিপাড়ায় যে নতুন শুরু হয়েছে, তাতে খুশি ধরছে না অনেকেরই।
 

tollywood tollywood news Tollywood Actress