Ridhima Ghosh-Tollywood: কাছের মানুষরা বোধহয় এমনি হয়। আর বিশেষ করে পুত্রবধূ যদি এমন মিষ্টি মানুষ হন, তাহলে আর কী চাই? বর্তমানে একসঙ্গে ভাল থাকাটাই যেন সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আর অভিনেত্রী রিধিমা ঘোষ যেভাবে নিজের কাছের মানুষদের একসঙ্গে জুড়ে রেখেছেন, সেকথা অনেকেই জানেন।
বর্তমানে তিনিও একজন মা, আর সেই জন্য নিজের জীবনে মায়ের কমতি সবথেকে বেশি বুঝতে পারেন। নিজের মাকে তিনি হারিয়েছেন, কিন্তু আরেক মা, অর্থাৎ শাশুড়িকে নিয়ে সুখের দাম্পত্য সাজিয়েছেন তিনি। অভিনেত্রীর শ্বাশুড়ি অর্থাৎ মিঠু চক্রবর্তী বেশ কিছুদিন ধরেই ক্যানসারে আক্রান্ত। তাঁর চিকিৎসা চলছে, এবং এই ঘটনার পরই তিনি এখন বাড়িতে বিশ্রামেই থাকেন। আর এবার যে ছেলের বউয়ের কাছ থেকে এত মিষ্টি একটা সারপ্রাইজ পাবেন আশা করেছিলেন তিনি?
মায়ের শাড়ির ওপর যেমন মেয়েদের ভীষণ ঝোঁক থাকে তেমন বিবাহ পরবর্তী সময়ে কিন্তু শ্বাশুড়ির শাড়ির প্রতিও তাঁদের ঝোঁক কিছু কম না। আর তাঁর শাড়ি ভালবেসে পড়তে চাওয়ার ইচ্ছে হতেই পারে। রিধিমার ও ঠিক তাই হয়েছে। বিয়ের এতবছর পর তিনি শ্বাশুড়িকে একটি সুন্দর সারপ্রাইজ দিয়েছেন। আর সেই ছবি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন তিনি। মায়ের শাড়ি পড়ার ইচ্ছে কার না থাকে। তাই তো, লাল রঙের একটি শাড়ি পরে সুন্দর কয়েকটি ছবি তুললেন।
অভিনেত্রী সমাজ মাধ্যমে লিখছেন... "মায়ের শাড়ি পরতে না কোন মেয়ে ভালবাসে? এবং এই সর্ম্পূণ বিষয়টা খুব আনন্দের। মায়ের শাড়ি আমাদের কাছে একটা অনুভুতি। তাই তো আমি আজ, শাশুরি মায়ের শাড়ি পড়লাম প্রথমবারের মত, আর ছবি তুলব না?" লাল রঙের শাড়িতে তাঁকে একদম নববধূর মত লাগছে। আর স্ত্রীকে মায়ের শাড়ি পরতে দেখে গৌরব কী বলছেন?
সব ছেলেরাই চায়, যে তাঁর স্ত্রী এবং মায়ের মধ্যে দারুণ সদ্ভাব বজায় থাকুক। তাই তো, রিধিমাকে মায়ের শাড়ি পরতে দেখে গৌরবের আনন্দের শেষ নেই। বউয়ের এই ছবিতে ভালবাসার কমতি দেখাননি তিনি। এবং সঙ্গে সঙ্গে অনেকেই তাঁকে সাধুবাদ জানিয়েছেন।