Ritabhari Chakraborty Injury: এই তো প্রেমের মানুষটাকে নিয়ে কত কথাই না বললেন। সুমিত অরোরার সঙ্গে তাঁর প্রেমের দিবসের প্রথম বছর। জানিয়েছিলেন দুজন মানুষ মনের কাছাকাছি থাকলেও আজকের দিনে দুইজন দেশের দুই প্রান্তে। ফলে, সুমিতের সঙ্গে ভ্যালেন্টাইনস ডে রোমান্টিক কাটবে না এটুকু স্বাভাবিক। তাই বলে এই?
হয়তো বা ঋতাভরী এহেন গন্ডগোল হবে আশাও করেননি। শরীরের অসুস্থতা যেন তাঁর পিছু ছাড়ছে না। প্রেমের দিনে কী কান্ডটাই না ঘটিয়েছেন তিনি। অভিনেত্রী, নিজের সমাজ মাধ্যমেই জানিয়েছেন সেই খবর। এর আগেও নানা অস্ত্রোপচার থেকে শুরু করে নানা সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন। তাও মন থেকে ভেঙে পড়েননি তিনি। তবে, আজ তাঁর মন খারাপ। অভিনেত্রী নিজের সমাজ মাধ্যমে তাঁর বর্তমান শারীরিক অবস্থার কথা উল্লেখ করেছেন।
আজকের বিশেষ দিনে যখন সকলেই ভালবাসায় বুঁদ, অভিনেত্রী নিজেও যথেষ্ট প্রেমে রয়েছেন কিন্তু সুমিতের সঙ্গে না, বরং ওষুধ আর বরফের সঙ্গে। আসলে পায়ে আঘাত পেয়েছেন তিনি। কিভাবে পেয়েছেন সেই নিয়ে কিছু না বললেও মুখ গোমড়া করেই সমাজ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, পায়ের পাতায় ক্রেপ ব্যান্ডেজ বাঁধা। চেয়ারে পা তুলে পড়ন্ত বিকেলে মন খারাপের কথা বললেন তিনি।
তাঁর কথায়, আমি এটা কিন্তু প্ল্যান করিনি। জানতাম, ভ্যালেন্টাইনস ডে এবার মোটেই খুব একটা সুখকর এবং রোমান্টিক হবে না। কিন্তু ভাবিনি এটা এত কষ্টদায়ক এবং যন্ত্রণার হবে। খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়নি, তবে যথেষ্ট আঘাত লেগেছে। অভিনেত্রী আজকের দিনে অনেক কিছু প্ল্যানিং করেছিলেন, কিন্তু সেসবের কিছুই আজ হল না দেখে হতাশ তিনি। অভিনেত্রী আরও বলছেন...
"আমার আজ শুটিং ছিল, সেটাও ক্যানসেল করতে হল কারণ আমি একটুও হাঁটতে পারছি না। যত সব অদ্ভুত সময়ে আমার সঙ্গে দুর্ঘটনা ঘটে। আশা করব, আপনাদের আজ সারাদিন অত্যন্ত ভালবাসায় কেটেছে। আমার আজকে বরফ আর পেন কিলারের সঙ্গেই প্রেম করতে হয়েছে।" প্রসঙ্গে, অভিনেত্রী কিছুদিন আগেই তাঁর ক্যালেন্ডার লঞ্চ করেছেন। সঙ্গে বহুরূপী ছবি নিয়ে তো প্রসংশার শেষ নেই।