Advertisment

পাশে থাকার বার্তা! ডিপ্রেশনের সঙ্গে লড়তে ঘরের মেয়ে ‘ললিতা’র মানবিক হেল্পলাইন

সেই হেল্পলাইনে ফোন করলেই মানসিকভাবে কোণঠাসা ব্যক্তিরা অচিরেই পেয়ে যাবেন সাইকিয়াট্রিক কনসাল্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
Ritavari Chakroborty, Saavn Song, Helpline Number, Mental Health

লকডাউন, সংক্রমণ এবং আপনজনের মৃত্যুতে ধস্ত বাংলা। গোঁদের ওপর বিষফোঁড়া আবার ব্ল্যাক ফাঙ্গাস। এই আবহে মানসিক অবসাদ মানুষকে অচিরেই গ্রাস করবে। এমন আশঙ্কা উসকে সতর্কবার্তা দিয়েছেন চিকিৎসকরা। ‘গৃহবন্দি’ এই জীবন থেকে মুক্তি কবে? জানে না কেউ-ই। ফলে মানসিক রোগ থেকে নিজেদের বাঁচাতে একাধিক পন্থা অবলম্বন করছেন সহ-নাগরিকরা। সোশাল মিডিয়ায় ঢুকলেই সেই সব স্পষ্ট।

Advertisment

এবার এই কঠিন সময়ে আরও মানবিক উদ্যোগ নিয়ে হাজির ললিতা ওরফে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। আগামি কয়েকদিনের মধ্যে একটা হেল্পলাইন নম্বর চালু করছেন বঙ্গ তরুণদের সাম্প্রতিক ক্রাশ এই অভিনেত্রী। সেই হেল্পলাইনে ফোন করলেই মানসিকভাবে কোণঠাসা ব্যক্তিরা অচিরেই পেয়ে যাবেন সাইকিয়াট্রিক কনসাল্ট। নিজেই ফেসবুকে পোস্ট করে সেই উদ্যোগের খবর জানান ঋতাভরী। দেখুন সেই পোস্ট:

href="">

তিনি লেখেন, ‘ভালোবাসা পেতে কার না ভালো লাগে? তোমরা আছো বলেই আমি আছি। আশির্বাদ করো ,যাতে আরো অনেক ভালো ভালো কাজ করতে পারি আর মানুষের পাশে থাকতে পারি।‘ সেই পোস্টে তাঁর সংযোজন, ‘আমি একটা হেল্পলাইন চালু করতে চলেছি সপ্তাহ খানেকের মধ্যে।যারা এই অভূতপূর্ব কোভিড আক্রান্ত সময়ে নানান সমস্যার মোকাবিলা করতে গিয়ে মানসিক ভাবে কোনঠাসা হয়ে পড়েছ, তারা সরাসরি সাইকিয়াট্রিস্ট বা মেন্টাল হেলথ বিশেষজ্ঞ দের সাথে কথা বলতে পারবে। এই কঠিন সময়টা আমরা নিশ্চিত ভাবেই সাফল্যের সাথে পেরিয়ে যাব।সেজন্য দরকার সহানুভূতি আর একে অপরের হাত ধরে থাকা, ভালোবাসা নিয়ে!’

পোস্টের শেষে বঙ্গ নারীদের ঘরের মেয়ে হিসেবেই ঋতাভরী জুড়েছেন,  ‘তোমাদের ললিতা ওরফে শবরী ওরফে ঋতাভরী’।

Mental Health Ritavari Chakraborty Helpline Number Facebook Lockdown
Advertisment