Advertisment

প্রয়াত স্বর্ণযুগের অভিনেত্রী সবিতা চট্টোপাধ্যায়

Sabita Chatterjee Death, Bengali Cinema: বিগত কয়েকদিন ধরেই কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী। তাঁর একটি অপারেশনও হয়েছিল সম্প্রতি। সম্ভবত অপারেশন-পরবর্তী ধাক্কা সামলাতে পারেনি শরীর।

author-image
IE Bangla Web Desk
New Update
Bengali and Hindi film veteran actress Sabita Chatterjee passed away

সবিতা চট্টোপাধ্য়ায়ের ছবি 'মেমরিজ অফ ইন্ডিয়ান সিনেমা' ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

Sabita Chatterjee Death, Hindi Cinema, Bengali Film: প্রয়াত হলেন বাংলা ছবির স্বর্ণযুগের অভিনেত্রী সবিতা চট্টোপাধ্যায়। বহুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ৪ জুলাই কলকাতায় তাঁর জীবনাবসান হল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

Advertisment

বিগত কয়েকদিন ধরেই কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী। তাঁর একটি অপারেশনও হয়েছিল সম্প্রতি। সম্ভবত অপারেশন-পরবর্তী ধাক্কা সামলাতে পারে নি শরীর। প্রয়াত অভিনেত্রীর এক ছেলে ও এক মেয়ে বর্তমান। ছেলে কর্মসূত্রে গুরগাঁওতে থাকেন। অভিনেত্রীর প্রয়াণের খবর শুনে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে।

তবে অভিনেত্রীর পরিবার সূত্রের খবর, শেষকৃত্য কখন সম্পন্ন হবে, সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সম্ভবত প্রয়াত অভিনেত্রীর ছেলে কলকাতায় ফিরলে তিনিই সিদ্ধান্ত নেবেন।

সবিতা চট্টোপাধ্যায় সেই সীমিত সংখ্যক বাঙালি অভিনেত্রীদের মধ্যে অন্যতম, যাঁরা হিন্দি ছবির জগতেও অত্যন্ত সুনাম অর্জন করেছিলেন। তাঁর অভিনীত হিন্দি ছবিগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দীপ জ্বলতা রহে (১৯৫৯), বাত এক রাত কি (১৯৬২), আয়ে দিন বাহার কে (১৯৬৬), দেবর (১৯৬৬), লবকুশ (১৯৬৬), হরে কাঁচ কি চুড়িয়া (১৯৬৭), ইত্যাদি।

বাংলা ছবি দিয়েই তাঁর অভিনয় জীবন শুরু হয়। প্রয়াত সবিতা চট্টোপাধ্যায় অভিনীত বাংলা ছবিগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল 'মহিলামহল', 'সাঁঝের প্রদীপ', 'পুত্রবধূ', 'ভ্রান্তিবিলাস' 'পুনর্মিলন', 'খেলা ভাঙার খেলা' ও তমসা। আশির দশকেই তিনি শেষ ছবিতে অভিনয় করেন। তার পরে ক্রমশই অভিনেত্রীর জীবন থেকে সরে গিয়ে পরিবারেই মনোনিবেশ করেছিলেন তিনি।

সবিতা চট্টোপাধ্যায়ের প্রয়াণের সঙ্গে সঙ্গেই যেন নিভে গেল স্বর্ণযুগের ভারতীয় সিনেমার আর একটি উজ্জ্বল প্রদীপ।

bollywood Bengali Actress
Advertisment