আন্দোলন থেকে অনশন মঞ্চে প্রতিবাদের সুর গোটা রাজ্য জুড়ে। আরজি কর কান্ডের রেশ এখনও অব্যাহত। অভিনেত্রীরা এবং তারকাদের অনেকেই পথে নেমেছেন। এমনকি, শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ৭ জন তারকা অনশনে বসেছিলেন।
অভিনেত্রী শ্রুতি দাস প্রথম দিন থেকেই আন্দোলনে নাম লিখিয়েছেন। আওয়াজ তুলেছেন প্রতিবাদে। তাঁকে রাস্তায় যেমন, পাওয়া গিয়েছে আন্দোলনে, তেমনি অবস্থানে বিক্ষোভ করতেও তিনি পিছপা হননি। আর আজ তো, মনের এক অদ্ভুত ইচ্ছের কথা ব্যক্ত করলেন তিনি। এর আগে, পুজোর সময় অনশন কারী জুনিয়র ডাক্তারদের হয়ে রাজ্যের অনেক মানুষ পুজো দিয়েছিলেন।
এবার শ্রুতি জানালেন তিনি আসন্ন ভাইফোঁটা উৎসবে জুনিয়র ডাক্তার ভাইদের মঙ্গল কামনায় কিছু করতে চান। অভিনেত্রী, সমাজ মাধ্যমে নিজে আর্জি জানিয়ে লিখছেন...
"এবছর আমার ভাই,দাদারা কেউ ভাইফোঁটা তে আমার কাছে থাকতে পারছে না। কিনজল নন্দা এবং তার সহযোদ্ধা কয়েক জন ডাক্তার দাদা-ভাই দের ফোঁটা দিতে চাই।আমার সাথে কারোর আলাপ নেই। বার্তা টা একটু পৌঁছে দেবেন,আমি সেদিন পৌঁছে যাবো। ইচ্ছা আছে,বাকিটা ভাগ্য।"
উল্লেখ্য, এর পাশাপাশি তিনি জানিয়েছেন, কোনোরকম প্রচার বা কিছু তিনি চান না। তিনি বলছেন, এমন জায়গায় আমি ফোঁটা দিতে চাই, যেখানে মিডিয়া থাকবে না। আমি কোনও পাবলিসিটি চাই না। কোনো খাওয়াদাওয়া না। কোন উপহার না। শুধু আমি নিয়ম পালন করব।" অভিনেত্রীর এই সিদ্ধান্তে অনেকেই তাঁকে সাধুবাদ জানিয়েছেন। কেউ কেউ তাঁর সঙ্গে যাওয়ার ইচ্ছেও প্রকাশ করেছেন।