গোটা শহর এখন আন্দোলনে ব্যস্ত। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও নেমেছেন রাস্তায়। তার প্রতিবাদ তুলেছেন নারী সুরক্ষা এবং নিরাপত্তার বিরুদ্ধে। সেই তালিকায় ব্যাতিক্রম নয় শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনেত্রী সবসময়ই এই আন্দোলনে সরব রয়েছেন। কবিতার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন তিনি।
কিন্তু তার কাছের মানুষ যে এরকম একটি ঘটনার সম্মুখীন হবেন যেন আশা ও করা যায় না। গঙ্গোপাধ্যায় একটি পোস্ট শেয়ার করেছিলেন তার স্টাইলিস্ট সিজাকে নিয়ে। মেয়েদের সঙ্গে শ্লীলতাহানি বা মেয়েদের চোখ দিয়ে ধর্ষণ, একেবারেই নতুন ঘটনা নয়। প্রতি পাঁচ জনের মধ্যে দুজন বলবেন তাদের সঙ্গেও এরকম ঘটনা ঘটেছে। অভিনেত্রীর স্টাইলিস্টের সঙ্গে ঘটেছে এরকম ঘটনা। সিজা লিখলেন...
"এটা গতকালের কথা, আমি খুব বড় ট্রাফিকের মাঝে আটকে ছিলাম। কারণ কলকাতার একটি রাস্তা দিয়ে বড় র্যালি যাচ্ছিল। আমাকে যেটা খুব অবাক করলো সেটা হলে জমায়েতে প্রতিবাদ করতে আসা কিছু পুরুষ, যাদের হাতে প্ল্যাকার্ড ছিল তারা হাসাহাসি করছে নিজেদের মধ্যে। কেউ কেউ আমার স্তনের দিকে হা করে তাকিয়ে ছিল। যখন তোরা আমার গাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, তাঁরা আমায় টিপ্পনি কাটে। আমি এতটা অস্বস্তিতে এবং বাকরুদ্ধ হয়ে পড়ে যে ঘটনাটি রেকর্ড করতে ভুলে যাই।"
এখানেই শেষ নয়। শুভশ্রীর সহযোগী জানান, এবারও নিশ্চয়ই প্রশ্ন পোশাকের ওপরই আসবে। প্রতিবার এমন কাণ্ডই হয়ে থাকে। যখনই একটা মেয়ে ধর্ষণ বা খুন হয়, তখন তার পোশাক, আচার-আচরণ অত রাতে কি করছিল সে? এই নিয়ে হাজারটা মন্তব্য শোনা যায়। সিযা ঠিক তাই লিখলেন... "চলুন তাহলে আমরা এই একই প্রশ্ন করে নি যে আমি কি পড়েছিলাম? এত ওভারসাইজ ডেনিম আর সঙ্গে নেক ক্রপ টি শার্ট। এবার আমার প্রশ্ন হল এটা কি আমার দোষ? জানিনা আমরা কিসের বিরুদ্ধে প্রতিবাদ করছি। ধর্ষকের শাস্তি কি কোন পরিবর্তন আনবে?"
উল্লেখ্য সিজার এই পোস্টটি দেখার পর চুপ থাকেনি শুভশ্রী নিজে। সব পুরুষ সমান নয় কিন্তু সব সময় পুরুষ এই স্লোগানটি চারিদিকে শোনা যাচ্ছে। শুভশ্রী লিখছেন, "আমি মোটেই সব সময় শুধুই পুরুষদের ত্রুটি এবং দোষ খুঁজে বেড়াই না। ভাগ্যবতী যে আমার চারপাশে এমন কিছু মানুষ আছে, বা পুরুষ আছে যারা পাশে থাকলে মহিলারা নিজেদেরকে সুরক্ষিত বোধ করবেন। তবে এটা সত্যিই অনেক পুরুষের মাঝখানে থাকলেন যে সুরক্ষা নিয়ে চিন্তা করতে হয়। সব পুরুষদের বলছি, চিৎকার করে বলতে হয় না। মেয়েদের পাশে থাকুন। তাদের সুরক্ষিত রাখুন।"